বর্তমানে রেশন কার্ডের গুরুত্ব অনেকাংশে বেড়ে গেছে। বিশেষ করে করোনাকালে গরীব মানুষের কাছে রেশন কার্ড অত্যন্ত জরুরী। এছাড়া রেশন কার্ড পরিচয় পত্র হিসেবেও কাজ করে থাকে। অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ নথি গুলির মধ্যে পড়ে। রেশন কার্ডের মাধ্যমে গরীব মানুষরা কেন্দ্র ও রাজ্য সরকারের বরাদ্দ করা রেশন সামগ্রীর সহায়তা পেয়ে থাকে। বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ প্রয়াসে গরিবদের বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হচ্ছে।
এছাড়াও রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ পত্র হিসেবে কাজ করে। বর্তমানে আধার কার্ড এর গুরুত্ব অনেক বেড়ে গেলেও কারো যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে তার রেশন কার্ড প্রধান পরিচয় পত্র হিসেবে কাজ করবে। জনধন একাউন্ট খোলার ক্ষেত্রে রেশন কার্ড প্রয়োজন পড়ে। তাহলে আপনি বুঝে গেলেন রেশন কার্ডের গুরুত্ব কতটা। তবে সমস্যা অন্য জায়গায়।
তবে আপনার নাম রেশন তালিকা থেকে বাদ পড়ে যায় নি তো? যদি রেশন তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে যায় তাহলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। আসুন আজ আমরা আপনাদের এমন একটি পদ্ধতি জানাবো যার সাহায্যে বাড়িতে বসেই রেশন তালিকায় আপনার নাম আছে কিনা তা আপনি জেনে ফেলতে পারবেন।
রেশন তালিকা তে নাম আছে কিনা তা জানার পদ্ধতি:-
• সর্বপ্রথম আপনাকে এর অফিশিয়াল ওয়েবসাইট https://nfsa.gov.in/Default.aspx ওপেন করতে হবে।
• তারপর আপনাকে রেশন কার্ড অপশন সিলেক্ট করতে হবে।
• এর পরবর্তী ক্ষেত্রে ‘Ration card details on state portal’ অপশন এ ক্লিক করতে হবে।
• তারপর আপনি যে রাজ্য ও জেলা তে বসবাস করেন তা নির্বাচন করুন।
• তারপর আপনার কি ধরনের রেশন কার্ড (SPHH/PHH ইত্যাদি) রয়েছে এবং রেশন দোকানের নাম সিলেক্ট করুন।
• এই প্রক্রিয়াটি সম্পন্ন করলেই স্ক্রিনে একটি তালিকা দেখাবে সেখানে আপনি আপনার রেশন সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পারবেন।
• সেখান থেকে আপনি আপনার যাবতীয় তথ্য দেখতে পারবেন। যদি আপনার নাম বাদ না হয়ে থাকে তাহলে তালিকায় আপনার নাম থাকবে। চাইলে আপনি সেই তালিকাটি ডাউনলোড করে নিতে পারেন।