Skip to content

মুকেশ আম্বানির ১ ঘন্টার উপার্জন জেনে অবাক হবেন আপনিও

বর্তমানে এশিয়া তথা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ইনি বিশ্বের প্রথম 10 জন ধনী ব্যক্তিদের মধ্যে একজন। মুকেশ আম্বানির এক এক সেকেন্ড সময়ের মূল্য অনেক। যদি কোন কারনে তার পকেট থেকে 2000 টাকার একটি নোট মাটিতে পড়ে যায়, তাহলে তিনি সেই নোট টি মাটি থেকে তুলে সময় নষ্ট করবেন না।

Mukesh Ambani

কারণ মাটি থেকে তুলতে যতটা সময় লাগবে সেই সময়ে তার অনেক ক্ষতি হয়ে যাবে। মুকেশ আম্বানি ও তার পরিবার অত্যন্ত সৌখিন ও বিলাসবহুল জীবন অতিবাহিত করেন। মুকেশ আম্বানি ও তার পরিবার বর্তমানে মুম্বাই এ বসবাস করেন। তিনি যে বাংলোতে বসবাস করেন সেটি ভারতের সবচেয়ে মূল্যবান বাংলো এবং যার মূল্য 6 হাজার কোটি টাকা। এবং এই বাংলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা সর্বদা থাকে। একটি পোকামাকড় ও মুকেশ আম্বানির অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারে না।

মুকেশ আম্বানি যখন বাড়ি থেকে বাইরে রাস্তায় বের হন তখন তার আগে ও পিছনে দশটি গাড়ি নিরাপত্তা প্রদান করে। এক ঘণ্টাতে মুকেশ আম্বানি নিরাপত্তাতে যা খরচ হয় একজন সাধারণ ব্যক্তির সারা বছরের আয় এর থেকেও বেশি। এর থেকে আপনি বুঝতেই পারছেন মুকেশ আম্বানির আয় আপনার ধারণার থেকেও অনেক বেশি।

Mukesh Ambani

রিলায়েন্স কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানির 6 কোটি টাকা আয় করতে মাত্র এক ঘণ্টা সময় লাগে। আম্বানির ইন্ডাস্ট্রিতে 42 শতাংশ শেয়ার রয়েছে। মুকেশ আম্বানির দৈনিক আয় 151.71 কোটি টাকা। মুকেশ আম্বানির একাধিক বিলাসবহুল গাড়ি ও বাংলো রয়েছে। শুধু ভারতেই নয়, বিদেশেও রয়েছে একাধিক বাংলো। রিপোর্ট অনুসারে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ 7,74,6250 কোটি টাকা।

Share