Skip to content

বড় হয়ে গিয়েছে গদর সিনেমার সেই ছোট্ট শিশুটি, পার্সোনালিটির দিক থেকে টেক্কা দেবে ঋত্বিকে

img 20220909 195415

বলিউডের অসংখ্য দুর্দান্ত সিনেমার মধ্যে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর – এক প্রেম কথা’ (Gadar: Ek Prem Katha) সিনেমাটি সকলের মনে  আলাদাই জায়গা করে নিয়েছিল। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অনিল শর্মা (Anil Sharma) পরিচালিত এই ছবিটি সেই সময় বক্স অফিসে ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছিল। আজ লক্ষাধিক মানুষ এই ছবিটি দেখতে পছন্দ করেন। এই বছর সিনেমাটি ২০ বছর পূর্ণ করলো। সেই সময় থেকে বর্তমান অবধি শুধু এই সিনেমাটিই নয় সাথে এই সিনেমার প্রত্যেকটি গান দারুন জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি শোনা যাচ্ছে, ‘গদর-এক প্রেম কথা’-এর সিক্যুয়েল ছবি তৈরি করা হবে।

Sunny deol

এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল, সানি দেওল (Sunny Deol) ও আমিশা প্যাটেলকে (Ameesha Patel)। ছবিটি ভারত-পাকিস্তানের গল্প নিয়ে গড়ে উঠেছিল। এই ছবিতে দেখা গিয়েছিল পাকিস্তানবাসীরা ভারতীয়দের অপমান করার পর সানি দেওল পাকিস্তানের মাটিতে তোলপাড় করতে শুরু করেন। এই ছবিটি দর্শকদের কাছে খুব পছন্দের হয়েছিল। এই সিনেমায় একটা শিশু শিল্পীকে (Child Artist) অভিনয় করতে দেখা গিয়েছিল, যাকে দর্শকরা খুব পছন্দ করেছিলেন। এই শিশুটির নাম উৎকর্ষ শর্মা (UtKarsha Sharma)। জানেন বর্তমানে এই শিশুটিকে কেমন দেখতে হয়েছে ? কোন পেশার সঙ্গে যুক্ত তিনি। আসুন সেই ছোট্ট শিশুটির বর্তমান জীবনের সম্পর্কে প্রতিবেদনে জেনে নেওয়া যাক।

utkarsh sharma and sunny deol

বর্তমানে এই শিশু শিল্পী উৎকর্ষ শর্মা অনেক বড় হয়ে গেছেন এবং সুদর্শন ব্যাক্তি হয়ে উঠেছেন। বর্তমানে তিনি অভিনয় পেশার সঙ্গে যুক্ত এবং তার বয়স ২৭ বছর। ‘গাদার-এক প্রেম কথা’ ছবির মধ্যে দিয়ে চরণজিৎ চরিত্রে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। তিনি এই চিত্র পরিচালকের একমাত্র ছেলে। ১৯৯৪ সালের ২২ শে মে তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং এই ছবিতে কাজ করার পরেই বিদেশে চলে যান পড়াশোনা করতে।

utkarsh sharma

তারপর বিদেশ থেকে ফিরে এসে অভিনয় জগতে তার প্রথম সিনেমা ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিনিয়াস’ (Genious) দিয়ে আবির্ভাব ঘটে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী ঈশিতা চৌহানকে(Ishita Chouhan)। এছাড়াও বিশেষ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty), নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui), আয়েশা জুলকা(Ayesha Julekha), জাকির হুসেনের (Jakir Hussen)। ছবিটি সেই ভাবে সাফল্যতা না পেলেও এই ছবির গানগুলি সকলের কাছে আজও ভীষণ পছন্দের। প্রসঙ্গত এই অভিনেতা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার ভীষণ সক্রিয়। তাদের দুজনেরই অজস্র ফলোয়ার্স রয়েছে।

Share