Skip to content

SBI ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন, না জেনে টাকা তুললে পড়বেন সমস্যায়

ব্যাঙ্ক জালিয়াতি এখনকার দিনে একটি খুবই চিন্তার বিষয়। যার অর্থ হলো আপনার অজান্তেই আপনার একাউন্ট থেকে সমস্ত টাকা উধাও হয়ে যেতে পারে। তবে এবার অবশেষে শেষ হল ব্যাঙ্ক জালিয়াতির সমস্যা। ব্যাঙ্ক জালিয়াতি রুখতে এবার এক নতুন পদক্ষেপ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India/SBI)।দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক এবার গ্রাহকদের অর্থ নিরাপত্তা দিতে নিল এক বড় পদক্ষেপ।

 

এবার থেকে SBI ATM থেকে টাকা তোলার সময় মানতে হবে এই নিয়ম।গ্রাহকদের তথ্য এবং অর্থ কে আরও নিরাপত্তা দিতে SBI শুরু করতে চলেছে OTP পরিষেবা। অর্থাৎ এবার থেকে SBI ATM থেকে টাকা তোলার সময় আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP যাবে। যা ব্যবহার করে আপনি SBI ATM থেকে টাকা তুলতে পারেন। এই OTP পরিষেবার মাধ্যমে গ্রাহকদের নিরাপত্তা আরও বাড়িয়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Withdrawal money from State Bank ATM

 

New rule in State Bank ATM

এই পদ্ধতিতে গ্রাহক ATM মেশিনে টাকা তোলার জন্য নিজের ATM কার্ড মেশিনে প্রবেশ করালে গ্রাহকের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ৪ অঙ্কের OTP যাবে। তখন ATM মেশিনে আসা তথ্যে সেই ৪ অঙ্কের OTP দিলেই আপনার টাকা তোলা যাবে। এই পরিষেবার মাধ্যমে ব্যাঙ্ক জালিয়াতি আটকানো যাবে বলে জানিয়েছেন SBI ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ এও জানিয়েছেন, এই নিয়ম সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র ১০,০০০ টাকা বা তার বেশি টাকা ATM মেশিন থেকে তুলতে গেলে তখনই লাগবে এই OTP। যার ফলে গ্রাহকদের অর্থ এবং তথ্য সুরক্ষিত থাকবে।

Share