ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) আমাদের দেশের মুদ্রা পরিচালনা করেন এ কথা আমাদের সকলের জানা। ধাতব মুদ্রা হোক অথবা কাগজের নোট, সবকিছুই পরিচালনা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনি খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটি ভারতীয় মুদ্রায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কথাটি লেখা থাকে, আর নোট ইস্যু যিনি করেন সেই গভর্নরের স্বাক্ষরও লেখা থাকে নোটের উপর।
কিন্তু ভারতীয় মুদ্রায় এমন একটি নোট রয়েছে যাতে আপনি কোন রকমের কোন লেখা দেখতে পাবেন না। কোন সেই নোট? চলুন জেনে নেওয়া যাক। একটু খেয়াল করলে দেখবেন এক টাকার নোটে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) কথাটি লেখা থাকে না। আজকাল এক টাকার নোট সেই ভাবেই চোখে পড়ে না কিন্তু তবুও যদি আপনি কারোর থেকে এক টাকার নোট জোগাড় করতে পারেন তাহলে দেখবেন এই নোটে কোথাও লেখা থাকবে না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কথাটি।
আরও পড়ুন: চিন্তার দিন শেষ, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও GPay, PhonePe থেকে পাঠানো যাবে টাকা
শুধু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) কথাটি লেখা নেই তা নয়, এক টাকার নোটে গভর্নরের স্বাক্ষরও থাকে না। কেন সেটাই বলবো আজ আমরা। ভারতের এক টাকার নোট ছাপা শুরু হয়েছিল ১৯১৭ সাল থেকে। সে সময় এই নোটে ছাপা হয়েছিল পঞ্চম জর্জের ছবি। তবে ১৯২৬ সালের পর থেকে ১ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে যায়।
ফের ১৯৪০ সালে এক টাকার নোট ছাপানো শুরু হয় যেটা বন্ধ হয়ে যায় ১৯৯৪ সালে। তবে বিশেষ কিছু চাহিদার কারণে ২০১৫ সালে কিছু পরিবর্তনের সাথে আরো একবার ১ টাকার নোট ছাপানো চালু হয়ে যায়। বুঝতেই পারছেন প্রথম এক টাকার নোট যে সময় ছাপানো শুরু হয়েছিল অর্থাৎ ১৯১৭ সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়নি।
আরও পড়ুন: ভারতের মধ্যেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুল, যেখানে পড়ুয়ার সংখ্যা ৬০ হাজার
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় ১৯৩৫ সালে। অর্থাৎ বুঝতেই পারছেন, ১ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জারি করেনি। যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক টাকার নোট জারি করেননি তাই এক টাকার নোটে লেখা থাকে গভার্নমেন্ট অফ ইন্ডিয়া (Government of India) কথাটি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) নয়।