বেকারত্ব বর্তমানে সবচেয়ে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এটি একটি চিন্তার কারণ। পশ্চিমবঙ্গের যুবসম্প্রদায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি চাকরি পাওয়ার আশা তো যুব সম্প্রদায়ের ছেড়েই দিয়েছে, কোম্পানির চাকরি ও এখন পাওয়া কঠিন হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য যুব সম্প্রদায় কে বেকারত্ব দূরীকরণের ভরসা দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল এই বছর নির্বাচনে ক্ষমতায় এলে বাংলার বেকারত্ব দূর করবে তা এক সমীক্ষার মাধ্যমে ধারণা করা যেতে পারে।
রাজনৈতিক দল সম্পর্কিত বেকারত্ব দূরীকরণ সিএনএক্স (CNX) একটি সমীক্ষা চালায়।
সিএনএক্স (CNX) এর সমীক্ষা পর্যালোচনা করে জেনে নেওয়া যাক যে বাংলায় কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলে বেকারত্ব দূর হবে।
পশ্চিমবঙ্গে আর মাত্র কয়েকদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম প্রতিশ্রুতি দিয়ে চলেছে। শাসক দল ও বিরোধী দল উভয়েই রাজ্যের বেকা’রত্ব দূর করার প্রতিশ্রুতি দিচ্ছে।
সিএনএক্স (CNX) 15 Feb থেকে 23 Feb তারিখের মধ্যে একটি সমীক্ষা চালায়। এই সময়সীমার মধ্যে যখন সমীক্ষাটি চালানো হয় তখন অবশ্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি, প্রধানমন্ত্রীর রাজ্যে ব্রিগেডের সভা হয়নি এবং মিঠুন চক্রবর্তী বিজেপিতে আসার খবর ও জানা যায়নি। কারণ এই সমস্ত বিষয়গুলি ভোটে বিশেষ প্রভাব ফেলে। কিন্তু তবুও একটি সাধারণ ধারণা করা যায় সাধারণ মানুষের রায় হিসাবে।
বেকারত্ব পশ্চিমবাংলার একটি অভিশাপ স্বরূপ। সিএনএক্স (CNX) এর সমীক্ষায় অনুযায়ী, 44% সাধারণ মানুষ মনে করছেন তৃণমূল কংগ্রেস পুনরায় সিংহাসনে বসলে রাজ্যে বেকা’রত্ব দূর হবে। 38% মানুষ মনে করছেন বিরোধী পার্টি বিজেপি ক্ষমতায় এলে বেকারত্বের সমস্যা মিটে যাবে। 5% মানুষের রায় উভয় দলের ই (BJP & TMC) বেকারত্বের সমস্যা সমাধানের ক্ষমতা রয়েছে। 2% মানুষ বলছে উভয় দলই বেকারত্বের সমস্যা সমাধানের ব্যর্থ হবে। এবং 11% মানুষ তাদের মতামত দিতে ব্যর্থ।
এই সমীক্ষার মাধ্যমে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে কোন দল কিরকম বেকারত্ব নির্মূল করবে। তবে 33% মানুষ জানাচ্ছে যে মমতার টিএমসি (TMC) সরকার ই রাজ্যে বেকারত্বের মূল কারণ অন্যদিকে 23% মানুষের মত নরেন্দ্র মোদি সরকার (BJP) বেকারত্ব সমস্যা সমাধান করতে পুরোপুরি ব্যর্থ।