Skip to content

কবে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত? জেনে নিন কী বলছে আবহাওয়া অফিস

বৃষ্টি-বাদলের দৌলতে এতদিন শীতের ছোঁয়া লাগলেও কনকনে ঠান্ডার পরশ পাচ্ছিল না দেশে। শীতের দাপট কমবে রাজ্যজুড়ে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।উত্তর-পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই পরিস্থিতি রাজ্যের। আজ উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের, ও কলকাতার আবহাওয়া জেনে নেওয়া যাক।

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তর এর পূর্বাভাসে বলা হয়েছে ৭ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী দিনগুলো তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে এমনই মনে করেন আলীগড় আবহাওয়া দপ্তর।

Weather update

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া কোনদিন পরিবর্তন হবেনা। ৮ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী দিনগুলোর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় সকালে ঘন কুয়াশা পড়বে।

কলিকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মঙ্গলবারের মতোই ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তুরে হাওয়া সক্রিয় হলেই কমতে থাকে তাপমাত্রা। এখন বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে পশ্চিম হিমালয়ে কয়েকদিনের মধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে।

Share