Skip to content

জাঁকিয়ে পড়তে চলেছে ঠান্ডা, মেঘ কাটতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ! কী বলছে আবহাওয়া পূর্বাভাস

শেষমেষ বাংলা নামল পারদ এর চড়া। এই বছর গোটা ভারতবর্ষজুড়ে রয়েছে বৃষ্টির প্রভাব। তাতে পশ্চিমবাংলাত প্রভাবিত হয়েছে বিশেষভাবে। আর এই বৃষ্টির মেঘ কাটতে না কাটতেই এক ধাক্কায় পারদ নেমে গেল ২ডিগ্রির মত। কলকাতা বাসীরা অনুভব করছে বাতাসে এক শীত শীত ভাব। শুরু হলো ২০২১ এর শীত পর্ব। তবে আজও বৃষ্টি হবার সম্ভাবনা ছিল রাজ্যের বেশ কয়েকটি জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস থেকে।

আবহাওয়া

পূর্বেই জানানো হয়েছিল যে গত নিম্নচাপের মেঘ কাটলে তবেই জেলাবাসী অনুভব করবে সেই মতই বুধবার থেকে শহরের তাপমাত্রা কমতে শুরু করেছে তবে কলকাতায় আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল বৃষ্টির পূর্বাভাস কিন্তু বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গ জেলার উপকূলবর্তী জেলাগুলিতে নামেমাত্র বৃষ্টিপাত হয়েছে। কলকাতার আকাশ গত কয়েকদিন ধরেই মেঘলা ছিল। এই মেঘলা থাকার ফলে তাপমাত্রার পারদ বেড়েছিল। আবারও অনুভুতি হচ্ছিল গরম। ফ্যান চালাতে হচ্ছিল। আর উধাও হয়ে গিয়েছে শীতের আমেজ। কিন্তু গতকাল রাত থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে। আবারও এক ধাক্কায় ২ ডিগ্রি তাপমাত্রা নেমে গিয়েছে সকাল থেকে।

Weather

কিন্তু এবার বৃষ্টি যেন বাংলা ছাড়তে চাইছে না। আজও কিছু জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল। কলকাতা শহরের তাপমাত্রা ২ ডিগ্রি কমেছে। কিন্তু বাংলার অন্যান্য জেলাগুলিতে আগে থেকেই তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশি বৃষ্টি হবে না। এই জেলা গুলির আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি যেমন- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে সম্পূর্ণভাবে শীত নামবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে। অর্থাৎ নিম্নচাপের মেঘ সম্পূর্ণভাবে কাটলে তবেই নামবে পারদ। আর আগামীকাল থেকেই পারদ নামা শুরু হবে। কলকাতাবাসী ইতিমধ্যেই বেশ শীত অনুভব করতে শুরু করেছে। আর এই শহরে তাপমাত্রা এর মধ্যে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে এমনই জানিয়েছে আবহাওয়া অফিস। আর এবারের এই শীতের আমেজ কলকাতাবাসীর বড়দিনের উৎসব উদযাপনকে আরো উপভোগ্য করে তুলবে।

 

নিম্নচাপ কাটার ফলে কলকাতায় আগামীকাল থেকে বেশ শীত পড়বে। মেঘ কাটলে আকাশ পরিষ্কার হবে কুয়াসাও কাটতে শুরু করবে। যার ফলে ভোর থেকেই অনুভব হবে শীত শীত ভাব। তবে বেলা বাড়লে সূর্যের তেজে তাপমাত্রার পারদ অনেকটাই বেড়ে যাবে। আবারও নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাব পড়বে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে। আর পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না।

Share