Skip to content

পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা, জারি হল সর্তকতা

রাজ্যজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে চলেছে। আবহাওয়া সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়া শুরু করে শুক্রবারও ঠিক সেরকমই তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখা যায়। বৃহস্পতিবার কলকাতা ন্যূনতম তাপমাত্রা ছিল 15.5°C , এবং শুক্রবারে ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়ায় 18.1°C এ। কিন্তু উত্তরবঙ্গ ও পশ্চিমের কয়েকটি জেলাগুলিতে তাপমাত্রা কিছুদিন নিচেই থাকবে বলে জানানো হয়েছে।


•উত্তরবঙ্গের আবহাওয়া কি রকম থাকবে জেনে নেওয়া যাক।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী 24 ঘন্টায় কালিম্পং দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ও অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া সাধারণত শুকনো থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টির কোন পূর্বাভাস নেই তবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে। তবে হিমালয় সংলগ্ন এলাকায় তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না।

 

•এখন দক্ষিণবঙ্গের আবহাওয়ার উপর আলোকপাত করা যাক।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর , আগামী 48 ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলায় আবহাওয়া সাধারণত শুকনো (dry) থাকবে। রাত্রে তাপমাত্রা 2°C থেকে 3°C বাড়তে পারে। কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া ,উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। এবং পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রামে কোনরূপ কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি।

 

আবহাওয়া

আবহাওয়া

 

আলিপুর আবহাওয়া দপ্তর এর বক্তব্য অনুযায়ী, বর্তমানে ফেব্রুয়ারি এর তাপমাত্রা স্বাভাবিক ই আছে।

•আসুন এখন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা জেনে নেওয়া যাক।( ‘*’ 👈 চিহ্নে গত দিনের তাপমাত্রা উল্লেখ করা আছে)।

•আসানসোল 14°C (*13.7°C)

•বালুরঘাট 14°C (*10.4°C)

•বাঁকুড়া 14.5°C (*14.1°C)

•ব্যারাকপুর 13.5°C (* 12.5°C)

•বহরমপুর 13.4°C (*14°C )

•বর্ধমান 16.2°C (*14.4°C)

•ক্যানিং 17°C (*14°C)

 

 

•কোচবিহার 10.7°C (* 11.3°C)

•দার্জিলিং 7°C (*5°C)

•দিঘা 17.1°C ( *16.4°C )

•কলকাতা 18.1°C ( *15.5°C)

•মালদহ 16.5°C ( *15.7°C )

•পানাগড় 11.6°C (*11.6°C)

•পুরুলিয়া 12.1°C (*12.1°C)

•শিলিগুড়ি 11.4°C (*7.7°C )

•শ্রীনিকেতন 13.1°C (*13.4°C)

Share