Vi vs Jio vs Airtel
এবার থেকে VI অর্থাৎ Vodafone-Idea টেলিকম সংস্থার 148 টাকার প্রিপেড প্ল্যান এর সুবিধা দেশের যেকোন সার্কেলে পাওয়া যাবে। দিল্লি, গুজরাট, বিহার, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ ,হরিয়ানা জম্মু-কাশ্মীর, গোয়া, মুম্বাই, ওড়িশা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র ,উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ তে এই প্রিপেড প্ল্যান এর সুবিধা পাওয়া যাবে।
•এখন জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়া এর 148 টাকার প্রিপেড প্ল্যান কি কি দেওয়া হয়।
এই 148 টাকা প্রিপেড প্ল্যান রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন প্রতিদিন 1 GB করে ডাটা, আনলিমিটেড কলিং এর সুবিধা ও প্রতিদিন 100 টা করে এসএমএস। তার সাথে VI movie & TV এর free subscription। বৈধতা 18 দিনের জন্য। এবং কিছু কিছু কাস্টমারকে অফার হিসেবে 28 দিনের জন্য দেওয়া হচ্ছে।
•দেশের অন্যান্য টেলিকম সংস্থা গুলি যেমন জিও 149 টাকায় প্রতিদিন 1 GB করে ডেটা দেয়, সাথে 100 টি এস এম এস ও আর আনলিমিটেড কলিং এর সুবিধা 24 দিন এর বৈধতার সাথে।
• অন্যদিকে Airtel টেলিকম সংস্থার 148 টাকা রিচার্জ প্ল্যান এ 2 GB ডেটা এবং 100 টি এসএমএস সাথে আনলিমিটেড কলিং 28 দিনের বৈধতার সাথে। তাছাড়াও Wynk Music, free hello tunes, এবং Airtel X-stream ফ্রী সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Vi Jio Airtel
• একমাত্র ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থা ই ডবল ডেটা অফার দেয়। অর্থাৎ অন্যান্য টেলিকম সংস্থার থেকে দ্বিগুণ ডাটা সরবরাহ করে এই টেলিকম সংস্থা। 299,499, ও 699 টাকার রিচার্জ প্ল্যান এ প্রতিদিন 4GB করে ডাটা সরবরাহ করা হয়, সাথে আনলিমিটেড কল 100 টা করে এসএমএস। রিচার্জ প্ল্যান গুলি বৈধতা যথাক্রমে 28, 56 এবং 84 দিন।