সবাই মাঝে মাঝে ঘুরতে যেতে পছন্দ করেন। তবে কম সময়ে কাছাকাছি কোথায় ঘুরে আসবেন সেটা বুঝতে পারেন না। অনেকের কাছেই দীঘা (Digha), পুরি (Puri), দার্জিলিং (Darjeeling) ঘুরতে গিয়ে একঘেয়ে হয়ে গেছে। কিন্তু গরম পড়ার আগে একটু হাওয়া বদল না হলে কোনও কাজেই মন বসে না। তাই এই প্রতিবেদনে আজ আমরা এমন এক পর্যটন স্থানের কথা বলব, যেখানে অল্প দিনে মনোরম পরিবেশে ছুটি কাটিয়ে আসা সম্ভব। মাত্র ১ দিনের ট্যুরেই আপনি দারুণ অভিজ্ঞতা লাভ করবেন। আসুন এই নতুন ট্যুর সম্পর্কে বিস্তারিত জেনেনি।
কলকাতা খুব কাছের ‘মিনি ডুয়ার্স’ (Mini Dooars In Kolkata) অবস্থিত। কিন্তু এখনো এই ব্যাপারে অনেকেই জানেন না। এই মনোরম পর্যটন স্থানটি হাওড়া জেলার ঝালুয়ারববেড়ে (Jhaluarabbede in Howrah district) অবস্থিত। এই জায়গায় পৌঁছানো মাত্রই আপনার মনে হবে আপনি ডুয়ার্সে পৌঁছে গেছেন। আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে মিনি ডুয়ার্সে (How to reach Mini Dooars) পৌঁছাবেন আপনারা।
প্রথমে আপনাকে হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে ঝালুয়ারবেড় স্টেশনে (Howrah Station To Jhaluarabbede Station) নামতে হবে। স্টেশনে নেমেই আপনার মনে হবে আপনি অন্য কোনো জায়গায় চলে এসেছেন। সবুজে ঘেরা এই স্টেশনেই আপনার থাকতে ইচ্ছা করবে।
প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে আপনি ঘুরে আসতে পারেন রামকৃষ্ণ বাটি (Ramkrishna Bati)। এছাড়াও দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরী শিবকালী মন্দিরের চূড়া এখানের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থান। শীতের সময় অনেকেই এই জায়গাটি পিকনিক করার জন্য সবচেয়ে ভালো স্থান বলে মনে করেন। তাহলে আর দেরি না করে সবুজ প্রকৃতিতে ভরা খুব সুন্দর এই জায়গাটিতে আজকেই ঘুরে আসুন।