Skip to content

মদ ছাড়া কিছু খাবার খায় না, মাতাল মোরগটির জন্য প্রতিদিন মদ এনে নাজেহাল মালিক!

img 20221204 085615

অ্যালকোহল (Alcohol) একটা মানুষের জীবন ধীরে ধীরে সম্পূর্ণ শেষ করে দিতে পারে। কেউ যদি অতিরিক্ত পরিমাণে মদের নেশায় আসক্ত হয়ে পড়ে, তখন তার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যায়। তবে এবার শুধু মানুষ নয়, পশুরাও পাগল হয়ে পড়ছে মানুষের জন্য। মহারাষ্ট্র থেকে এমনই একটা মাতাল মুরগির (drunk chicken) খবর বেরিয়েছে। যা শুনেই অবাক হয়ে যাচ্ছেন সকলে। মুরগিটি মদ না খেয়ে একটা দিনও থাকতে পারে না।

Cock

সম্প্রতি ভাইরাল হয়ে পড়েছে এই খবরটি। মাতাল মুরগিটি এতটাই মদে আসক্ত থাকে, যে মদ না দিলে সে অন্য কোনও খাবার বা পানীয় গ্রহণ করে না। এই পুরো ঘটনাটি ভান্ডারা জেলার পিপারি গ্রামের একজন কৃষকের বাড়িতে থাকা মুরগির খবর।

drunked cock

 

তথ্যানুযায়ী, গ্রামের ওই কৃষকটি হাঁস-মুরগি পালনের প্রতি বেশ সৌখিন। তবে তার একটি মোরগ মদের নেশায় আসক্ত। প্রতিদিন তাকে মদ না খাওয়ালে সেই মোরগটি না খেয়ে, না জল পান করে বসে থাকেন। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে মোরগি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর সবচেয়ে মজার বিষয় হল, মোরগ মদে আসক্ত হলেও মালিক কিন্তু মদ ছুঁয়েও দেখেন না। তবে নিজের পোষা মোরগের কারণে তাকে রোজ মদের দোকানে যেতে হয়।

Cock

কয়েকমাস পূর্বে এই ভাউ কাতোর ব্যাক্তিটি একটি রোগের কারণে তার অনেক মুরগি ও মোরগ হারিয়েছিলেন এবং সেই অবস্থায় তথ্যের ভিত্তিতে চিকিৎসা হিসেবে তার কিছু মোরগ গুলিকে মদ দেওয়া শুরু করেন তিনি। সুস্থ হয়ে ওঠে সকলেই, তবে একটা মোরগ নেশায় এমন আসক্ত হয়ে পড়েন, যে খাবার এবং জল গ্রহণ বন্ধ করে দেয়, যদি না অ্যালকোহল পায়।

Share