Skip to content

Airtel, VI, Jio, BSNL 100 টাকার কমে কে দিচ্ছে সেরা প্ল্যান? দেখে নিন

  • by

ভারতের বাজারে মোবাইল গ্রাহকদের আকৃষ্ট করে তোলার জন্য টেলিকম কোম্পানীগুলি নিজেদের মধ্যে প্রিপেইড (prepaid)এবং পোস্টপেইড(postpaid) প্ল্যান গুলি নিয়ে নিজেদের মধ্যে লড়াই করে চলেছে। আম্বানি জিও (Reliance jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন-আইডিয়া (Vi), বিএসএনএল (BSNL), প্রভৃতি টেলিকম কোম্পানি গুলো একের পর এক প্ল্যান লঞ্চ করে চলেছে। সম্প্রতি এয়ারটেল তার সবচেয়ে 49 টাকার সস্তার প্ল্যানটি বন্ধ করে দিয়েছে।

তার পরিবর্তে এয়ারটেল নিয়ে এসেছে 79 টাকার প্ল্যান। পাশাপাশি, ভোডাফোন-আইডিয়া তার সবচেয়ে 49 টাকার সস্তার প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। তার পরিবর্তে ভোডাফোন-আইডিয়া নিয়ে এসেছে 79 টাকার প্ল্যান। আম্বানির জিও এবং বিএসএনএল-এর কাছেও রয়েছে 100 টাকার কমে 75 টাকার রিচার্জ প্ল্যান। আসুন তবে এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন-আইডিয়া এবং জিওর 100 টাকার কমের আজ প্ল্যান গুলির সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vi, airtel, jio, BSNL

এয়ারটেলের (Airtel) 79 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলে (Airtel) 79 টাকার প্রিপেইড স্মার্ট রিচার্জ দ্বিগুণ ডেটা সাথে গ্রাহকদের 106 মিনিট আউটগোয়িং কলের সুবিধা। এই রিচার্জ প্ল্যানটির বিনিময়ে গ্রাহকরা পাবে 64 টাকার টকটাইম, 200 MB ডেটা এবং 28 দিনের বৈধতা। প্লানের সুবিধাগুলি 29 শে জুলাই 2021 থেকে চালু হয়ে গেছে।  সংস্থার তরফ জানানো হয়েছে গ্রাহকরা কল করার জন্য চারগুণ সময় এবং দ্বিগুণ ডেটা পাবেন। আরো ভালো নেটওয়ার্কের জন্য ব্যবস্থা করেছেন। নিজেদের একাউন্টের ব্যালেন্সের বিষয়ে উদ্বিগ্ন না হয়ে, এন্ট্রি লেভেলের রিচার্জে এয়ারটেল গ্রাহকদের বেশি সময় ধরে ফোনে কথা বলতে পারবেন।

Recharge plan

ভোডাফোন-আইডিয়ার (VI) ৭৯ টাকা রিচার্জ প্ল্যান

ভোডাফোন-আইডিয়া (Vi) তার গ্রাহকদের জন্য 79 টাকা রিচার্জ প্ল্যানটির বিনিময়ে দেন 64 টাকার টকটাইম। এই প্ল্যানের বৈধতা 28 দিন। পাশাপাশি, 200 MB ডাটা অফার করেন।

রিলায়েন্স জিওর (Jio) ৭৫ টাকার প্ল্যান

জিওর (Jio) 75 টাকার এই প্ল্যান্টি মূলত জিওফোন গাহকদের জন্য। এই প্লান্টি ইনচার্জের বিনিময়ে পাবেন 28 দিনের বৈধতা। এদেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা। পাশাপাশি 3 GB ডাটা এবং 50 টি এসএমএস এর সুবিধা।

Jio, airtel, vi, bsnl

বিএসএনএল-এর (BSNL) 75 টাকা রিচার্জ প্ল্যান

100 টাকার কমে 75 টাকার বিএসএনএল (BSNL) STV প্ল্যান্ টি রিচার্জে বিনিময়ে পাবেন 60 দিনের বৈধতা। পাশাপাশি, 100 মিনিট ভয়েস কলিং-এর সুবিধা। তাছাড়া হয়েছে মোট 2 GB ডাটা। এই প্লানে ব্যবহারকারীরা বিএসএনএল টিউনসের সুবিধা পাবেন।

Share