Skip to content

জিও গ্রাহকদের জন্য দুঃসংবাদ! বন্ধ করে দেওয়া হলো JIO-র দুটি সস্তার প্ল্যান

Airtel, Vi টেলিকম সংস্থার পর এবার Reliance jio গ্রাহকদের দিল দুঃসংবাদ! রিলায়েন্স জিও তার সবচেয়ে সস্তা দুটি রিচার্জ প্ল্যান বাজার থেকে তুলে নিল। গ্রাহকরা আর ওই সস্তার দুটি প্ল্যান রিচার্জ করতে পারবেন না। কোন রিচার্জ প্ল্যান দুটি জিও (jio) তুলে নিল আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

করোনা কালে বহু মানুষ আর্থিক সংকটের সম্মুখীন। এই পরিস্থিতিতে রিলায়েন্স তার গ্রাহকদের 39 ও 69 টাকার দুটি রিচার্জ প্ল্যান দিয়েছিল। এর ফলে বহু মানুষ উপকৃত হয়েছিল। তবে রিলায়েন্স জিও এর তরফ থেকে এই দুটি রিচার্জ প্ল্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বহু মানুষ সমস্যার সম্মুখীন হবে।

Jio

Reliance jio এর 39 টাকা ও 69 টাকা এর রিচার্জ প্লান এ গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা+ 100 MB ডেটা+ 100 SMS পেত, প্ল্যানটি এর বৈধতা ছিল 14 দিনের জন্য। অন্যদিকে 69 টাকা রিচার্জে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা+ 500 MB ডেটা+ 100 SMS পেত, এই রিচার্জ প্ল্যান টিরও বৈধতা ছিল 14 দিনের জন্য। তারপর আবার এই দুটি রিচার্জ প্ল্যান এর অফার ছিল Buy One Get One Free অর্থাৎ একটি রিচার্জে আরেকটি রিচার্জ ফ্রি।

Jio

এই দুটি রিচার্জ প্ল্যান এ বহু মানুষ উপকৃত হয়েছিল। করোনা কালে আর্থিক সংকটে সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল এই রিচার্জ প্ল্যান দুটি। তবে রিলায়েন্স জিও এর দুটি রিচার্জ প্ল্যান বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রাহকদের যথেষ্ট হতাশ করেছে।

Share