গরমকাল মানেই সকলে দীঘা, পুরী ঘুরতে যাওয়ার মরসুম। দিনে দিনে পর্যটক প্রেমীরা দার্জিলিং-এ ভিড় জমাতে শুরু করেছে। আসন্ন সময়ে পর্যটকরা মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু কোথাও যাবেন তা ঠিক করতে পারেন না। অনেকেই প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ পরিবেশের জায়গায় ঘুরতে যাওয়ার জন্য পুঁজি কথা চিন্তা করেন। দার্জিলিং (Darjeeling) তাদের জন্য সবচেয়ে সেরা জায়গা।
আজ আমরা আপনাকে ধোত্রে (Dhotre) নিয়ে জানাব, যা খুবই সুন্দর মনোরম পরিবেশের একটি জায়গা। এই জায়গাটি সান্দাকফু যাওয়ার রুটেই অবস্থিত। মনোরম প্রাকৃতিক পরিবেশ সম্পন্ন এই স্থানটি আর বাকি স্থানের থেকে একেবারেই আলাদা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার (Kanchangangha) সম্পূর্ণ দৃশ্য দেখা যায়। এছাড়াও আপনি যদি ট্র্যাকিং ভালোবাসেন, তাহলে অনায়াসেই সেই সুযোগ-সুবিধা রয়েছে আপনার জন্য।
দার্জিলিং -এর (Darjeeling) সিঙ্গলিলা জাতীয় উদ্যানের মধ্যবর্তী পাহাড়ের কোলে এই সবুজে ঘেরা ছোট ধোত্রে (Dhotre Village) গ্রামটি অবস্থিত। মাত্র ৫০টি পরিবার নিয়ে গঠিত এই গ্রাম নিরিবিলি নির্জনতার মধ্যে ঘোরার জন্য সবচেয়ে সেরা জায়গা।
জেনে নিন কীভাবে যাবেন?
প্রথমে হাওড়া কিংবা শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি আসুন। তারপর ছোট কোনও গাড়ি ধরেই আপনি অনায়াসেই পৌঁছে যেতে পারেন ধোত্রে (Dhotre) গ্রামে। আসার আগে থেকেই এখানে আপনাকে হোটেল বুকিং করে রাখতে হবে। মাথাপিছু খরচ পড়বে ১২০০-১৫০০ টাকা। তবে এই জায়গায় একবার ঘুরতে গেলে আর ফিরতে ইচ্ছা করবে না।