Skip to content

মাত্র অল্প খরচে, কোন Visa ছাড়াই ঘুরতে যেতে পারবেন এই 5টি দেশে

আমরা সিনেমা সিরিয়াল থেকে শুরু করে অনেক সময় ফেসবুক ট্রল করতে করতে অনেক সুন্দর সুন্দর পর্যটনকেন্দ্র দেখতে পাই এবং যারা বিশেষভাবে ভ্রমণপ্রেমী তারা এই সমস্ত সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যেতে চান। কিন্তু ভারতের তুলনায় বিদেশে ঘুরতে যাওয়ার খরচা বেশি এবং ভিসার সমস্যার জন্য অনেকের এ বিদেশ ঘুরতে যাওয়ার স্বপ্ন পূরণ হয় না। মনের স্বপ্নটি অবাস্তব হয়ে থেকে যায় তবে আজ আপনাদের এই প্রতিবেদনে এমন বেশ কয়েকটি সুন্দর পর্যটন কেন্দ্রের কথা বলব যেখানে ভিসা ছাড়াই ঘুরে আসা সম্ভব।

১)  ভুটান:-

Bhutan

ভারতের একটি অন্যতম প্রতিবেশী দেশ হল ভুটান, যা আমাদের অত্যন্ত পছন্দের জায়গা। অনেকেই হয়তো জানেন না ভারতের সুন্দরময় জায়গাটি ঘুরে আসতে কোন পাসপোর্ট এর প্রয়োজন হয় না। ভুটানের পাসপোর্ট এর রেটিং হল ৯০ তম। যদি আপনি খুব অল্প খরচে বিদেশ ভ্রমণ করতে চান তাহলে ভুটানের মতো জায়গা আপনাদের জন্য অবশ্যই একটি ভাল বিকল্প হতে পারে। এছাড়া ভুটানে আরো অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে।

২) ডমিনিকা:-

Dominica

এটি একটি সক্রিয় আগ্নেয়গিরির দেশ। এই দেশে ভারতীয়দের প্রবেশাধিকারের জন্য ১৮০  দিনের ভিসা একেবারে বিনামূল্যে পাওয়া যায়। ক্যারিবিয়ান সাগরের তীরে সুন্দরময় এই দেশটি অবস্থিত। এই দেশটি ভ্রমণকারীদের কাছে মন ভরে ভ্রমণ করার জন্য অতি উত্তম একটি জায়গা। এই দেশে ভ্রমণ করার মত অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে।  দেশটিতে সমুদ্র সৈকতের সাথে সাথে উচু পাহাড়েরও দর্শন মেলে।  এছাড়াও যারা জঙ্গল সাফারি পছন্দ করে তাদের জন্য সেই আনন্দ উপভোগ করারও সুযোগ রয়েছে।

ইন্দোনেশিয়া:-

Indonesia

ভারতীয় পর্যটকদের এই দেশে যেতে কোন প্রকার ভিসার প্রয়োজন হয় না। মাত্র অল্প খরচেই ভিসা ছাড়া এক মাসের মতন ঘুরে আসতে পারেন যেকোনও ব্যাক্তি। যদি আপনার অত্যন্ত প্রকৃতিপ্রেমি হন, তাহলে অবশ্যই ইন্দোনেশিয়া আপনাদের জন্য একটি অন্যতম পর্যটন কেন্দ্রের জায়গা হবে।

৪) নিউ দ্বীপ :-

New dip

এই জায়গাটি সৌন্দর্য তা ব্যাখ্যা করতে গেলে স্বর্গ থেকে কোনো অংশে কম নয় এই দেশের সৌন্দর্য। চারিদিকের মনোরম নির্মল হাওয়া এবং পরিবেশের সুখ উপভোগ করতে দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটি কাটাতে আসেন এই জায়গায়। কোন ভিসা ছাড়াই এই জায়গায় একমাস থাকা সম্ভব।

৫) সার্বিয়া :-

Sabaria

ভ্রমণের ক্ষেত্রে হোক কিংবা কোন ব্যবসার ক্ষেত্রে সার্বিয়ার মতন বিকল্প আর কিছু নেই। এই মনোরম চমকপ্রদ জায়গাটি যেতে গেলে শুধুমাত্র একটি পাসপোর্ট ফ্লাইট এর টিকিট সংগ্রহ করলে এক মাসের মত অনায়াসে ছুটি কাটিয়ে আসতে পারেন যে কোন ব্যক্তি। এই দেশটির অন্যতম বিশেষত্ব হলো রঙিন সন্ধ্যা। এই দেশের মনোরম প্রকৃতি পর্যটকদের আরো আকৃষ্ট করে।

Share