বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। এর ফলে মানুষ পেট্রোল ডিজেল চালিত বাইক, স্কুটি এর পরিবর্তে ইলেকট্রিক স্কুটার কেনার দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে। কারণ ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) একদিকে যেমন পরিবেশ বান্ধব অন্যদিকে জ্বালানি খরচ নেই এবং মেনটেনেন্স হয় খুব কম খরচে। তাই বর্তমানে মানুষ ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার ও বাইক কেনার প্রতি বেশি আগ্রহী।
পেট্রোল-ডিজেলের দাম 100 পার করে গিয়েছে। তাই বাইক ও স্কুটার নির্মাণকারী সংস্থা গুলি বিকল্প হিসেবে লঞ্চ করেছে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) ও বাইক। ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার এর অনেক সুবিধা। একদিকে যেমন পেট্রোলের মূল্যবৃদ্ধি থেকে রেহাই পাওয়া যাবে অন্যদিকে পরিবেশ দূষণ অনেক কম হবে। তাই বিভিন্ন স্কুটার বাইক নির্মাণকারী সংস্থা গুলি বিকল্প হিসেবে মানুষের সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে যে গুলির দাম মাত্র সর্বনিম্ন 37 হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ কুড়ি হাজারের মধ্যে।
আসুন কয়েকটি অবস্থার ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে ও সেগুলির দাম জেনে নেওয়া যাক।
• Ujaas eGO
দিল্লিতে Ujaas eGO ইলেকট্রিক বাইকের দাম 34,880 টাকা।
• Okinawa Raise
Okinawa Raise ইলেকট্রিক বাইক বাজারে পাওয়া যাচ্ছে 42,328 টাকা।
•Okinawa Lite
Okinawa Lite ইলেকট্রিক বাইকের বাজার মূল্য 67,200টাকা।
• Hero Optima ER
হিরো সংস্থার আরেকটি ইলেকট্রিক বাইক Hero Optima ER দামা 71,990 টাকা।
• TVS iQube
TVS-এর iQube ইলেকট্রিক স্কুটির বেস প্রাইজ 1,10,777 টাকা। যা মাত্র ৫ হাজার টাকা দিয়েই বুক করা যাবে।
•Indus Yo edge
দিল্লিতে Indus Yo edge ইলেকট্রিক বাইকের বাজার চলতি দাম 43,090 টাকা।
• Simple One
সিম্পল এনার্জি নামে বেঙ্গালুরু ভিত্তিক একটি সংস্থা এই বৈদ্যুতিক স্কুটার তৈরি করেছে, দাম 1.10 লক্ষ টাকা।
• Ampere Magnus Pro
BLDC motor তৈরি Ampere Magnus Pro বাজার মূল্য 69,200 টাকা। ইলেকট্রিক স্কুটার এর সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে মাত্র ৫-৬ ঘণ্টা।
• Hero Optima LI (STD)
হিরো সংস্থার Hero Optima LI (STD) ই-স্কুটারের দাম 57,281 টাকা।
• Avon E-ZAP
Avon E-ZAP ইলেকট্রিক স্কুটারের বাজার চলতি দাম 52,409 টাকা। তবে বর্তমানে এটি কেবল অসমে পাওয়া যাচ্ছে।