Skip to content

বিরাট কোহলি গড়লেন এমন এক রেকর্ড যা বিশ্বের আর কোন ক্রিকেটার করতে পারেনি!

img 20230125 102212

গোটা ভারতের তথা বিশ্বের সেরা ক্রিকেট খেলোয়ার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। নিজস্ব ক্ষমতায় অনেকবার নিজের দেশকে জিতিয়েছেন তিনি। গর্বিত করেছেন শত শত কোটি দেশবাসীকে। যে কোন টিমের দুর্দান্ত বলার কে কুপোকাত হতে হয় তার ব্যাটিং-এর সামনে। বর্তমানে সম্প্রতি যিনি জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। এরই মাঝে তিনি এমন একটি রেকর্ড গড়ে তুলেছেন যা আজ পর্যন্ত কোন ক্রিকেটার গড়ে তুলতে পারেনি।

Virat Kohli

বিরাট কোহলি একমাত্র ক্রিকেট খেলোয়াড় যিনি, আইসিসির বর্ষসেরা টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হয়েছেন।  বিরাট কোহলি ৩ বার টেস্ট ম্যাচে এবং ৬ বার বর্ষসেরা ওয়ানডে খেলায় যুক্ত হয়েছেন। প্রায় ৪ বার তিনি ওয়ানডে  দলের অধিনায়ক হয়েছিলেন।

Kohli

সম্প্রতি বিরাট কোহলি দারুণ ফর্মে কাজ করছে। গত বছর অর্থাৎ ২০২২ সালে তিনি টি-টোয়েন্টি ফরমেটে প্রচুর রান করেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত ম্যাচ জিতেছিলেন তিনি তার মোট রান ছিল ২৯৬।

Virat

বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। এই তিনজন খেলোয়াড়ই ২০২২ সালের ICC T20 দলে বর্ষসেরা তিনজন ভারতীয় খেলোয়াড় হিসাবে জায়গা করে নিয়েছেন। এই তিনজন খেলোয়াড়ি দুর্দান্ত ফরম্যাটে খেলেছেন। এছাড়াও তাদের সহিত ইফতারের জায়গা করে নিয়েছেন পাকিস্তানের দুজন ভালো খেলোয়াড়।

Share