Skip to content

কোন বিলাসবহুল হোটেল এর থেকে কম নয় টাইগার শ্রফের এই স্বপ্নের বাড়ি, দেখুন অন্দরমহলের ভাইরাল ছবি

নব্বইয়ের দশকের একজন প্রখ্যাত অভিনেতা হলেন জ্যাকি শ্রফ (Jackie Shroff)। সেই অভিনয়ের ধারা কে বজায় রেখে তার পুত্র টাইগার শ্রফ তার নিজের দক্ষতা ও এক অ্যাকশনে কাঁপিয়ে রেখেছেন গোটা বলিউড ইন্ডাস্ট্রি কে। বর্তমানে টাইগার শ্রফ একজন অতি সফল বলিউড অভিনেতা। পিতা জ্যাকি শ্রফ অতি কষ্টে জীবন যাপন করেছিলেন। কিন্তু তার পুত্র নিজস্ব দক্ষতায় ও কঠোর পরিশ্রমের দ্বারা বর্তমানে বিলাসবহুল জীবনযাপন করেন।

Tiger Shroff new house

টাইগার শ্রফ (Tiger Shroff) মুম্বাই এর খার এলাকাতে এমন একটি বাড়ি কিনেছেন যা দেখলে যে কোন মানুষের চোখ ধাঁধিয়ে উঠবে। রুস্তমজী প্যারামাউন্টের এই নতুন ফ্ল্যাট কিনেছেন টাইগার শ্রফ। ওই এলাকাটি মুম্বাইয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা গুলির মধ্যে একটি।

Tiger Shroff new house

ওই ফ্ল্যাট টির ইন্টেরিয়র ডিজাইন করেছেন বলিউডের অন্যতম অভিনেতা জন আব্রাহাম এর ভাই অ্যালেন। 8 BHK ওই ফ্ল্যাটে সম্পূর্ণ পরিবার নিয়ে বর্তমানে বসবাস করছেন টাইগার শ্রফ। এই ফ্ল্যাটটি কোন ফাইভ স্টার হোটেলের থেকে কম নয়।

Tiger Shroff house

রানী মুখার্জি, দিশা পাটানি, হার্দিক পান্ডে, মেঘনা গাজীপুরী থেকে আরম্ভ করে আরো অনেক সেলিব্রিটি এই অ্যাপার্মেন্ট এ ফ্ল্যাট কিনেছেন। এবার সেই তালিকায় নাম উঠল টাইগার শ্রফ এর।

Tiger Shroff

টাইগার শ্রফ ধামাকেদার নাচ ও অ্যাকশন এর জন্য বিখ্যাত। 2014 সালে “হিরোপন্তি” সিনেমা দিয়ে তার বলিউডের ক্যারিয়ার শুরু। তারপর একের পরে এক অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন ছুয়ে নিয়েছেন। বাগি থ্রি ও ওয়ার মুভিতে অসাধারণ অভিনয় করেছেন এই অভিনেতা।

Share