Skip to content

চালক ছাড়াই চলবে ট্রেন! এবার ড্রাইভারহীন ট্রেন চালুর পথে ভারতীয় রেল

img 20221117 165607

ভারতে যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে দ্রুততম মাধ্যম হল রেল (Rail) আর ভারতীয় রেলমন্ত্রক যাত্রীদের সুবিধার্থে বিগত কয়েক মাস ধরেই একের পর এক পরিকল্পনা করে চলেছেন। এবার এক আশ্চর্যতম ব্যাপারের সূচনা করল এই নতুন যুগের রেল। এবার ড্রাইভার ছাড়াই চলবে ট্রেন। যদিও শুধু ট্রেনের ক্ষেত্রেই নয়, পরন্তু দিল্লি মেট্রোতেও (Delhi Metro) শুরু হয়ে গেছে চালকবিহীন পরিষেবা। খবর সূত্রে জানা গেছে এবারে সাধারণ ট্রেনের ক্ষেত্রেও এই একই ব্যবস্থা নেওয়া হবে।

Metro

আগামীতেও সাধারণ ট্রেনগুলো যাতে ড্রাইভার বিহীন চলাচল করতে পারে তার জন্য দিল্লি মেট্রোর সাথে যোগাযোগ করা হচ্ছে। খবর সূত্রে জানা গেছে, প্রথম চালকবিহীন ৩৯০-কিমি-লম্বা নেটওয়ার্ক সম্পন্ন ট্রেনটি দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে রোল আউট হবে, যা সম্পূর্ণ রূপে বেষ্টিত রাজধানী এবং পার্শ্ববর্তী শহরগুলি যেমন নয়ডা (Nayda), গুরুগ্রাম (Gurugram), গাজিয়াবাদ (Gajiyabad), বাহাদুরগড় (BahadurJar) ও ফরিদাবাদ (Faridabad) জুড়ে।

Metro rail

যতদূর সম্ভব এই পরিকল্পনাটি মোদি সরকারে’র আত্মনির্ভর ভারত প্রকল্পের ক্ষেত্রে একটি দুর্দান্ত পদক্ষেপ হতে চলেছে। এখনও পর্যন্ত যাত্রীদের সুরক্ষার জন্য চালু হয়েছে মেট্রো রেলগুলি (Metro Rail)। তবে আগামীতে গোটা কলকাতাবাসী উপহার স্বরূপ চালক বিহীন মেট্রো উপহার পেতে চলেছে। আশা করা যাচ্ছে, এই পরিষেবাতেও যাত্রীরা সুরক্ষিত থাকবে।

Metro

প্রসঙ্গত, ভারতীয় রেল (Indian Railway) হল এশিয়ার ও বিশ্বের বৃহত্তম যোগাযোগ ব্যবস্থা। সেই পুরোনো সময় থেকেই রেলের প্রতি আলাদা গুরুত্ব রয়েছে জনগণের। বিশ্বে প্রতিদিন লক্ষাধিক যাত্রীর সবচেয়ে কাছের মাধ্যম হল রেল মাধ্যম। আশা করা যাচ্ছে, আগামী দিনে ভারতীয় রেলমন্ত্রক যাত্রীদের সুবিধার জন্য আরও অনেক আধুনিক পদক্ষেপ গ্রহণ করবে।

Share