Skip to content

৬৩ বছর আগে ১০ গ্রাম সোনার দাম কত ছিল? দেখুন সেই সময়ের একটি বিল যা দেখে আপনি অবাক হয়ে যাবেন!

img 20230113 100148

মহামারীর পর থেকে ভারতে মুদ্রাস্ফীতির হার বেড়েই চলেছে। সেই প্রভাব শুধু সারাদেশের অর্থনীতিতে নয় বরং জনসাধারণের উপরও পড়ছে। বাজারে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তেমনই বেড়ে চলেছে সোনা রুপার দামও। এর ফোনে মধ্যবিত্তদের সোনা কেনার অবস্থা প্রায় নেই বললেই চলে।

Necklace

এদিকে ভারতীয় প্রথা অনুযায়ী বিয়ের সময় সোনা-রূপার গয়না দেওয়া আবশ্যক। তাই প্রতিনিয়ত সোনা রূপার দাম বেড়ে চলায় বিয়ের অনুষ্ঠানে তাদের খরচ বেড়েই চলেছে। বিশেষ করে নিজের কোন আত্মীয়র বিয়েতে সোনা রুপা উপহার দেওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে।

Old bill

 

তবে আপনি কি জানেন আজ থেকে প্রায় ৬৩ বছর আগে সোনা রুপার দাম ছিল জলের দরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ১৯৫৯ সালে সোনা রুপার দামের একটি বিল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সেই সময় ১ কিলো সোনার দাম ছিল মাত্র ৮০,০০০  টাকা প্রথম ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৯ টাকা।

Gold ornaments

ভাইরাল হওয়া বিলটিতে মোট টাকার অংক দেখা যাচ্ছে ৯০৯ টাকা। সেখানে ৬২১ টাকায় এবং ২৫১ টাকায় দুটি সোনার গয়না কেনা হয়েছে। বিলেতে দেখা যাচ্ছে রুপার দাম মাত্র ৯ টাকা এবং ১২ টাকা। ৬৩ বছর পূর্বের এই পুরনো বিলটিকে দেখে প্রত্যেকেই অবাক হয়েছেন।

Share