Skip to content

বিমানবন্দরের আদলে তৈরি করা হবে ভারতের এই রেল স্টেশন, যাত্রীরা পাবেন একাধিক বিলাসবহুল সুযোগ-সুবিধা

img 20221017 222821

ভারতীয় রেলওয়ের তরফ থেকে যাত্রীদের জন্য পূর্বেই অনেক সুবিধা প্রদান করা হয়েছে এবং এখনও প্রতিটি স্টেশনগুলিকে আধুনিকতার আভায় নিয়ে আসতে এবং উন্নতিশীল করে তুলতে নতুন নতুন প্রচেষ্টা করা হচ্ছে। সম্প্রতি ভারতের একটি অন্যতম রেলস্টেশনকে এমনভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে ঠিক যেমন বিলাসবহুলভাবে একটি বিমানবন্দর তৈরি হয়। এই রেলস্টেশনটি হল ভারতের জয়সালমের রেলস্টেশন (Jaisalmer Railstation)।

রেলওয়ে স্টেশনের নকশা :-

JAISALMER

জয়সালমের রেলস্টেশনটির (Jaisalmer Rail station) পরিকল্পনা অনুযায়ী নকশা প্রকাশ্যে এসেছে। ভারতীয় রেলের টুইটারে এই নকশা প্রকাশ পেয়েছে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় স্টেশনটি এমনভাবে পুননির্মাণ করা হবে যা সকল দর্শকদের নজর কাড়তে বাধ্য।

নির্মাণ খরচের পরিমাণ:-

Jaisalmer railway station

‘DRM’ গীতিকা পান্ডে তথা রেলওয়ের আধিকারিক জানিয়েছেন, প্রথমে শিল্প সংস্কৃতির উপর নজর দেওয়া হবে রেলস্টেশন থেকে পুননির্মাণ করার সময়। যা সকল দর্শক দেখামাত্রই মুগ্ধ হবেন। পরিকল্পনা অনুযায়ী বলা যায় এই রেলস্টেশনটি পুননির্মাণ করতে
খরচ হবে প্রায় ১৪৮ কোটি টাকা।

বিমানবন্দরের মত সুযোগ-সুবিধা পাওয়া যাবে….

Railway station modernisation

বেশ কয়েক মাস ধরেই আমরা শুনে আসছি ভারতের প্রতিটি রেলওয়ে স্টেশন কে নতুন করে নির্মাণ করার জন্য যে পরিকল্পনা করা হয়েছে তাতে পরবর্তীকালে যাত্রীরা বিমানবন্দরের ন্যায় সুযোগ-সুবিধা পাবেন।  অতএব এই কথা সত্যি। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, তিন তলা বিশিষ্ট করে তৈরি করা হবে এই স্টেশনটি, যেখানে যাত্রীদের বিমানবন্দরের মতো সুবিধা প্রদান করা হবে। এখানে আকর্ষণীয় খাবার, দৃষ্টিকার্ষণ করার মতো ওয়েটিং রুম এবং শীত নিয়ন্ত্রণ (AC), এস্কেলেটর ও লিফ্টের ব্যবস্থা করা হবে। প্রতিমুহূর্তে স্টেশনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আধুনিক মেশিন ব্যবহার করা হবে।

Share