করোনা মহামারীর কারণে দেশে নানা ক্ষেত্রে নানা নিয়মের পরিবর্তন ঘটেছে। পরিবর্তন হয়েছে নির্বাচনেও। নির্বাচন কমিশন দেশের প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই প্রথম প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও করোনা আক্রান্তদের জন্য ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য প্রবীনদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।
ইতিমধ্যে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু জানান যে এ বিষয়ে অর্থাৎ বুধবার মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।তিনি জানান দেশের প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ছাড়াও রেল, মেট্রো, বিমান, জাহাজ, ডাক বিভাগ , ও সংবাদ মাধ্যমের কর্মীরা ব্যালট প্রক্রিয়ায় ভোট দেয়ার সুবিধা পাবেন।
ব্যালটে ভোট প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি জারি হওয়ার পাঁচ দিনের মধ্যে নিজস্ব বিধানসভা কেন্দ্রের returning officer এর কাছে আবেদন করতে হবে। এবং তারপর নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃত প্রার্থীরা এই ব্যালট প্রক্রিয়ায় ভোটে অংশগ্রহণ করতে পারবেন।
আকাশবাণী ও দূরদর্শন এর ক্ষেত্রে নিজস্ব তাদের আধিকারিক কে এইকাজে নোডাল আধিকারিক হিসেবে নিযুক্ত করা আবশ্যিক।এবং অন্যান্য সংবাদমাধ্যমে কর্মীরা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
এর পরবর্তী ক্ষেত্রে returning officer এর তত্ত্বাবধানে নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। দেশের প্রবীণ নাগরিক প্রতিবন্ধী ও করণা আক্রান্তদের বাড়ি গিয়ে আধিকারিকরা আবেদনপত্র বিলি করবেন।
নির্বাচন কমিশন এর তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত 1541 জন প্রতিবন্ধী, 3020 জন প্রবীণ নাগরিক এবং 10 জন করোনা আক্রান্ত মানুষ পোস্টাল ব্যালটে ভোট দান করার জন্য আবেদন করেছে।