ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ভারতের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি (Former Indian cricketer and former Indian captain MS Dhoni) সবথেকে বেশি ব্র্যান্ড ভ্যালু বহন করেন। নিঃসন্দেহে এখনো পর্যন্ত বহু ভারতবাসীর প্রিয় ক্রিকেটার হলেন এম এস ধোনি (MS Dhoni)।
ধোনির জীবন কাহিনী ইতিমধ্যেই আমরা জেনেছি সুশান্ত সিং রাজপুত (Sushant Shing Rajput) অভিনীত ধোনি: দা আনটোল্ড স্টোরির (MS Dhoni The Untold Stroy) মাধ্যমে। বিরাট কোহলি সহ আরো অনেক ক্রিকেটারের থেকে অনেক বেশি আয় করেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Shing Dhoni), তাও আবার সব রকমের ক্রিকেট ম্যাচ না খেলে।
২০২২-২৩ আর্থিক বর্ষে ভারতের প্রাক্তন এই অধিনায়ক জমা দিয়েছেন ৩৮ কোটি টাকা আয়কর (The former Indian captain Mahendra Singh Dhoni has submitted income tax of Rs 38 crore)। এখন মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন না, শুধুমাত্র আইপিএল ছাড়া এখন তিনি সবরকম ক্রিকেট থেকে নিজে সরে এসেছেন। এতবছরে তিনি আইপিএল থেকেই ১০০ কোটিরও বেশি আয় করেছেন। এছাড়াও এতদিন ধরে তিনি টেস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন সমানতালে।
তবে একজন ক্রিকেটার হওয়া ছাড়াও তিনি যতগুলি বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত রয়েছেন তা যে কোন ক্রিকেটারকে পেছনে ফেলে দেবে। মহেন্দ্র সিং ধোনির মোট এনডোর্সমেন্ট বহু নামিদামি ব্যক্তিত্বকেও হার মানিয়ে দেয়। ফিল্ম অ্যান্টারটেইনমেন্ট কোম্পানিতে সব থেকে বেশি যুক্ত রয়েছেন তিনি। বিজ্ঞাপনের সাথে যুক্ত ছাড়াও তিনি নিজস্ব খামার বাড়িতে পোল্ট্রি, খামার চাষও করেন। রাঁচিতে একটি ফ্যাক্টরিও রয়েছে মাহির।
তিনটি আইসিসির ট্রফি জয়ী ভারতের অন্যতম সফল এই ক্রিকেটারের একটি এডুকেশন সোসাইটি রয়েছে যেখানে তিনি ক্রিকেট অধ্যায়ন করান ছাত্র-ছাত্রীদের। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করেছেন ধোনি। ধোনির একটি ক্রিকেট কোচিং ক্লিনিক আছে, যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন নামে স্কুলে ক্রিকেট প্রশিক্ষণের ম্যানুয়াল বিক্রি করা হয়। এইসব কিছুর মাধ্যমিক ধনী বাৎসরিক ১২০ থেকে ১৩০ কোটি টাকার কাছাকাছি আয় করেন।