Skip to content

পৃথিবীর এই ৬ টি স্থানে কখনো অস্ত যায় না সূর্য, কম ঘুমায় মানুষ, রাতেও থাকে রোদ

This 6 places on earth where sun never set

দিনরাত্রি, পরিবর্তন এই সব কিছুই নির্ভর করে পৃথিবীর আবর্তন গতি এবং পরিক্রমণ গতির ওপর। সারাদিন অবিরাম পরিশ্রমের পর আমরা বিশ্রাম করি রাত্রিবেলা। সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে সাথে আমাদেরও রুটিন ভাগ করা থাকে। কিন্তু ধরুন কোনদিন যদি সূর্য অস্ত না যায় আপনার দেশে তাহলে কিভাবে দিন কাটাবেন আপনি? কিভাবে বুঝবেন কখন বিশ্রাম নিতে হবে আর কখন কাজ করতে হবে? আপনি হয়তো ভাবছেন এমন কোন দেশ হতে পারে না কারণ পৃথিবীর নিয়মের বাইরে কোন কিছুই হয় না। কিন্তু আজ আপনাকে বলব পৃথিবীর মধ্যেই রয়েছে এমন ৬ টি স্থান যেখানে সূর্য (Sun) কখনো অস্ত যায় না। পৃথিবীর নিয়মকে খন্ডন করে এই দেশগুলিতে সব সময় বিরাজ করে সূর্য।

Sun

 

 

১. আমরা সকলেই জানি নরওয়েকে (Norway) বলা হয় মধ্যরাতের সূর্যের (Sun) দেশ। এই দেশে মে থেকে জুলাই মাস পর্যন্ত কখনো সূর্য অস্ত যায় না। অর্থাৎ টানা ৭৬ দিন এই দেশে হয় না রাত। ১০ এপ্রিল থেকে ২৩ শে আগস্ট পর্যন্ত একটানা দিন থাকে এই দেশে।

২. নরওয়ের পাশাপাশি কানাডার নুনাভুট (NUNAVUT, CANADA) হলো এমন একটি জায়গা যেখানেই টানা ৭ দিন সূর্য অস্ত যায় না। অন্যদিকে শীতকালে টানা ৩০ দিন রাত থাকে এই দেশে। এই স্থানটি আর্টিক সার্কেল থেকে ২ ডিগ্রি উপরে কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। এই স্থানে টানা দুই মাস দিন বিরাজ করে।

আরও পড়ুন: জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?

৩. ইউরোপের বৃহত্তম দ্বীপ আইসল্যান্ড (Iceland), যেখানে জুন মাসে রাতেও সূর্যের (Sun) আলো দেখা যায় স্পষ্টভাবে। মজার কথা হল এদেশে আপনি একটাও মশা দেখতে পাবেন না।

৪. আলাস্কার ব্যারো (Barrow, Alaska), এমন একটি জায়গা যেখানে সূর্য অস্ত যায় না মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত। নভেম্বর থেকে ৩০ দিন টানা অন্ধকার থাকে এই দেশে, যাকে বলা হয় পোলার নাইট।

আরও পড়ুন: রাজহাঁস না কাঠবিড়ালি, প্রথমে কী দেখলেন? উত্তরই জেনেনিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে

৫. ফিনল্যান্ডে (Finland) গ্রীষ্মকালে ৭৩ দিন একটানা সূর্য (Sun) অস্ত যায় না। আবার শীতের দিনে মানুষ সূর্য দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে কারণ শীতকালে টানা ৭০ দিন সূর্য দেখা যায় না এই স্থানে। এখানকার মানুষ গ্রীষ্মকালের থেকে শীতকালে বেশি ঘুমায়, সূর্য থাকে না বলে। এই স্থান থেকে দেখা যায় নর্দান লাইট।

৬. সুইডেনে (Sweden) মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত টানা ৪ মাস সূর্য থাকে।

Share