বলিউড অভিনেতা অভিনেত্রীরা বিলাসবহুল জীবন অতিবাহিত করেন। তবে তাদের বর্তমান পর্যায়ে আসার জন্য করতে হয় কঠোর পরিশ্রম। আপনি হযতো আপডেট মুকেশ আম্বানি বোতল বড় বড় ব্যবসায়ীরা এই বিলাসিতায় জীবন অতিবাহিত করেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন বলিউডের এমন কয়েকজন অভিনেত্রী রয়েছেন যাদের বিলাসিতা অবাক করে দেওয়ার মত। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করেন ব্যক্তিগত বিমান। আসুন বলিউডের সেই সমস্ত অভিনেত্রী সম্বন্ধে জেনে নেওয়া যাক যাদের কাছে রয়েছে ব্যক্তিগত বিমান।
• প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)
বলিউডের বিখ্যাত অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউড নয় হলিউডের সঙ্গেও রয়েছে যোগসুত্র। কোটি কোটি টাকার মালিক প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি তিনি একটি ব্যক্তিগত হোটেলও চালু করেছেন। যেকোনো জায়গায় যাওয়ার জন্য তিনি ব্যবহার করেন তার ব্যক্তিগত বিমান যার দাম প্রায় 53 কোটি টাকা।
• সানি লিওনি (Sunny Leone)
খুব অল্প সময়ে বিখ্যাত হয়ে যাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সানি লিওনি। তার বলিউড ক্যারিয়ার শুরু হয় 2012 সালে। তিনি বর্তমানে মুম্বাই এর বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন। তার মোট সম্পত্তির পরিমাণ 400 কোটি টাকারও বেশি। দেশ-বিদেশে ভ্রমণের জন্য ব্যক্তিগত বিমান ব্যবহার করেন যার দাম প্রায় 32 কোটি টাকা।
• মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)
নব্বইয়ের দশকের একজন বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এককথায় তার সময় কালে সিনেমা জগতের কাপিয়ে রেখেছিলেন। বিয়ের পর তিনি স্বামীর সাথে চলে যায় আমেরিকায়। মুম্বাইয়ের তার রয়েছে বিশাল বড় ফ্ল্যাট। এছাড়াও তিনি বিদেশে ভ্রমণের জন্য 38 কোটি টাকার একটি ব্যক্তিগত বিমান ব্যবহার করেন।
• শিল্পা শেট্টি (Shilpa Shetty)
শিল্পা শেট্টি ও হলেন একজন কোটিপতি অভিনেত্রী। বিখ্যাত বিজনেসম্যান রাজ কুন্দ্রা হলেন তার স্বামী। মুম্বাইয়ে 100 কোটি টাকার রয়েছে একটি বাড়ি। তাছাড়াও দুবাই ও একাধিক ফ্ল্যাট রয়েছে তার নামে। এই অভিনেত্রীও যেকোনো জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করেন 45 কোটি টাকার একটি পার্সোনাল বিমান।
এই তালিকা দেওয়া হলো শুধুমাত্র অভিনেত্রী দের। এমন বলিউডের বহু অভিনেতা হয়েছেন তারাও তাদের বিলাসবহুল ব্যক্তিগত বিমানে যাওয়া-আসা ও ভ্রমণ করে থাকেন। বিশিষ্ট সেই কয়েকজন অভিনেতাদের নাম হল অমিতাভ বচ্চন (Amitabh bacchan),শাহরুখ খান (Shahrukh Khan) ও অক্ষয় কুমার (Akshay Kumar)।