যে কোন অভিনেতার বলিউডে একটি পাকাপোক্ত স্থান করে নেওয়া স্বপ্ন হয়ে থাকে। বলিউডে একবার জায়গা করে নিতে পারলেই জীবনের চরম সাফল্য। কিন্তু আপনারা হয়তো জানলে অবাক হবেন দক্ষিণ ভারতীয় সিনেমা অর্থাৎ যাকে আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্ম বলে থাকি সেখানকার বহু অভিনেতা বলিউডের সিনেমা করতে প্রত্যাখ্যান করে দিয়েছেন। যেখানে যে কোন অভিনেতা বলিউডে চান্স পাওয়ার জন্য পরিশ্রম করেন সেখানে এই সমস্ত দক্ষিণ ভারতীয় অভিনেতা অভিনেত্রী বলিউডের আসতে প্রত্যাখ্যান করে দিয়েছেন। আসুন সেই সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে জেনে নেওয়া যাক।
1• অনুষ্কা শেট্টি (Anushka Shetty)।
বাহুবলী সিনেমায় অসাধারণ অভিনয় করার পর রীতিমতো চর্চায় চলে আসেন এই অভিনেত্রী। তবে 2011 সালে বলিউডের সিংঘম সিনেমার জন্য অফার করা হয় তখন তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে তিনি তার ব্যস্ত শিডিউল দেখান।
2• নয়নতারা (Nayanthara)।
অভিনেত্রী নয়নতারা চেন্নাই এক্সপ্রেস সিনেমা তে ‘ওয়ান টু থ্রি ফোর গেট অন দ্য ডান্স ফ্লোর’ গানটিতে নাচের জন্য প্রস্তাব পান যে গানে বলিউড বাদশা শাহরুখ খান ও ছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তবে তার কারণ এখনো জানা যায়নি।
3• রাশ্মিকা মান্দানা (rashmika mandanna)।
দক্ষিণ ভারতের একজন অতি সুন্দরী নায়িকা হলেন রাশ্মিকা মান্দানা। এমনকি তিনি জাতীয় ক্রাস বলে বিবেচিত হন। এই অভিনেত্রী বলিউডের জার্সি ছবি রিমেকের জন্য শাহিদ কাপুরের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পান কিন্তু তিনি এই সুযোগ প্রত্যাখ্যান করেন।
4• মহেশ বাবু (Mahesh Babu)।
দক্ষিণ ভারতের একজন বিখ্যাত অভিনেতা হলেন মহেশ বাবু। মহেশ বাবুর আমরা যত বলিউড সিনেমা দেখে থাকি সবগুলি ডাবিং করা। বহুবার বলিউডে আসার প্রস্তাব পেয়েছেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে তিনি দেখান যে দক্ষিণ ভারতীয় সিনেমায় তার প্রথম ও শেষ চয়েস।
5• আল্লু অর্জুন (Allu Arjun)।
দক্ষিণ ভারতের আরো একজন একশন সিনেমার জন্য বিখ্যাত অভিনেতা আল্লু অর্জুন। তাকে বজরঙ্গি ভাইজান সিনেমা এর জন্য প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপরে ওই সিনেমার জন্য হৃত্বিক রোশন কে আবেদন করা হলে তিনি ও প্রত্যাখ্যান করেন অবশেষে সিনেমা করেন সালমান খান এবং সিনেমাটি যথেষ্ট হিট হয়।
6• যশ (Yash)।
দক্ষিণ ভারতের অভিনেতা যশ এর নাম করলেই তার সুপার ডুপার হিট সিনেমা KGF এর কথা মনে। ভরপুর অ্যাকশন এ ভরা এই সিনেমায় অসাধারণ অভিনয় করেন যশ। এই ছিল বড়পর্দাকে লাল কাপ্তান সিনেমার জন্য প্রস্তাব দেয়া হয় কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। অবশেষে সিনেমার জন্য হয় সাইফ আলী খান কে প্রস্তাব দেওয়া হয়।
7• পুনিত কুমার (Puneet Kumar)।
বেশিরভাগ কন্নড় সিনেমার জন্য পুনিত কুমার বিখ্যাত। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। ইনিও বলিউড এ অভিনয় করার থেকে অনেক প্রস্তাব পেয়েছেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি বলেন চিত্রনাট্যে তিনি বেশি আগ্রহী নন।