Skip to content

এই 9টি সিনেমার নামে রয়েছে সবচেয়ে কম দিনের মধ্যে 200 কোটি টাকা কালেকশনের রেকর্ড

পরিচালক এস.এস. রাজামৌলিকে হিট ছবির গ্যারান্টার বলে মনে করা হয়। তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘আরআরআর (RRR)’ বক্স অফিসে ধামাকা সৃষ্টি করছে। ছবিটি মুক্তির প্রথম দিনে সারা বিশ্বে প্রায় 223 কোটির বক্স অফিস কালেকশন করেছে। যার মধ্যে ভারতে 156 কোটি আয় করেছে ছবিটি। এর সাথে, RRR প্রথম দিনে সর্বোচ্চ আয় করা ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে।

আজ এই প্রতিবেদনে, আরআরআর ছাড়াও, আমরা ভারতীয় সিনেমার এমন 9টি চলচ্চিত্র সম্পর্কে জানব, যেগুলি খুব কম সময়ে 200 কোটি আয় করেছে

BAHUBALI 2

1) বাহুবলী 2 (Bahubali 2)।

2017 সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক এসএস রাজামৌলির ছবি বাহুবলী 2, RRR-এর পরে এই তালিকার শীর্ষে রয়েছে। ছবিটি প্রথম দিনেই বক্স অফিসে 217 কোটি আয় করেছে।

Dangal

 2) দঙ্গল (Dangal)।

কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনী অবলম্বনে নির্মিত দঙ্গল ছবিটি শুধু ভারতেই নয় বিদেশেও বেশ জনপ্রিয় হয়েছিল। মাত্র 3 দিনে বিশ্বব্যাপী 200 কোটি আয় করেছে ছবিটি।

Dhoom 3

 3) ধুম 3 (Dhoom 3)।

2013 সালে মুক্তি পাওয়া আমির খানের ছবি ধুম 3 মাত্র 3 দিনে সারা বিশ্বে 203 কোটির ব্যবসা করেছিল। এই ছবিতে আমির খান ছাড়াও ছিলেন ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।

Tiger jinda hai

 4) টাইগার জিন্দা হ্যায় (Tiger Zinda Hai)।

2017 সালে মুক্তি পাওয়া সালমান খান এবং ক্যাটরিনা কাইফের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ মাত্র 4 দিনে বিশ্বব্যাপী 200 কোটি আয় করেছিল।

Sultan

 5) সুলতান (Sultan)।

2016 সালে, সালমান খানকে ‘সুলতান’ ছবিতে কুস্তিগির এর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। মুক্তির 4 দিন পর 200 কোটির টাকার বক্স অফিসে জায়গা করে নিয়েছে ছবিটি।

Prem Ratan dhan payo

 6) প্রেম রতন ধন পায়ো (Prem Ratan Dhan Payo)।

সালমান খান এবং সোনম কাপুরের এই ছবিটি মাত্র পাঁচ দিনে বিশ্বব্যাপী 202 কোটি আয় করেছে।

Puspa

 7) পুষ্পা (Pushpa)।

পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া আল্লু অর্জুনের প্রথম ছবি ‘পুষ্পা’। ছবিটি মুক্তির পঞ্চম দিনে বিশ্বব্যাপী 200 কোটি আয় করেছে।

Kick

 8) কিক (Kick)।

সালমান খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং রণদীপ হুদার মতো মাল্টিস্টারার ফিল্ম কিক মুক্তির পর প্রথম সপ্তাহে 200 কোটির অঙ্ক স্পর্শ করেছে।

Sanju

 9) সঞ্জু (Sanju)।

সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে নির্মিত ‘সঞ্জু’ ছবিতে রণবীর কাপুরের অসাধারণ অভিনয় সবার মন জয় করেছে। ছবির আয়ের কথা বলতে গেলে, প্রথম সপ্তাহেই 200 কোটি আয় করেছিল সঞ্জু।

Share