মাঝে মধ্যেই দেখা যায় সরকার নতুন নতুন নিয়ম তৈরি করছে। এখন দেশ জুড়ে শুধু নিয়মের বদল ঘটে চলে। নিয়মের পরিবর্তন কখনও কখনও বছরের শুরুতে হয়, কখনও আবার মাসের শুরুতে কিংবা শেষের দিকে। সম্প্রতি একটি খবর সূত্রে জানা গেছে, বেশ কিছু সরকারি নিয়মের বদল ঘটতে চলেছে ১লা অক্টোবর থেকে (Major Changes From October 1)। এমনই তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রতিবেদন থেকে। জেনে নিন ১লা অক্টোবর থেকে কোন কোন নিয়মের পরিবর্তন হচ্ছে।
১) ১৮ বছরের ঊর্ধ্বে যারা এখনও আধার কার্ডের (Adhar Card) সাথে প্যান কার্ড (Pan Card) লিঙ্ক করেননি, তারা আগামী মাসে থেকে সেটা আর করতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের নির্দেশে ১লা অক্টোবর থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এই আধারকার্ডের সাথে প্যান কার্ড লিঙ্কের প্রক্রিয়াটি।
২) ১লা অক্টোবর থেকে গ্যাসের দামে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। প্রত্যেক মাসের একদম প্রথম তারিখেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম এবং LPG -এর দাম নতুন করে নির্ধারিত হতে পারে।
৩) ১ লা অক্টোবর থেকে ডিমেট অ্যাকাউন্ট (Demat Account) হোল্ডারদের জন্য শুরু হতে চলেছে নতুন নিয়ম। ডবল ভেরিফিকেশন (Double Verification) করাতে হবে ডিমেট অ্যাকাউন্ট হোল্ডারদের। যদি এই প্রসেসটি না করা হয় তবে তার ডিমেট অ্যাকাউন্টটি লগইন করা যাবে না।
৪) ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এর ক্ষেত্রেও শুরু হতে চলেছে নতুন নিয়ম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে জানানো হয়েছে অটো ডেবিট(Auto Debit)-এর ক্ষেত্রে গ্রাহকের অনুমতি না নিয়ে কোন কার্ড থেকে বা মোবাইল ওয়ালেট থেকে টাকা কাটা হবে না।
৫) অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স(OBC), ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া(UBI)এবং এলাহাবাদ ব্যাংক(ALB) এই তিনটি ব্যাঙ্কের চেকবুক(Check Book) এবং MICR Code বাতিল করে দেওয়া হবে। পরিবর্তন করা হবে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর (Account Number), IFSC এবং MICR কোড।
৬) অটল পেনশন যোজনার(Atal Pension Yojana) ক্ষেত্রেও ১লা অক্টোবর থেকে শুরু হতে চলেছে নতুন নিয়ম। এই প্রকল্পের সুবিধা পেতে পারেন তারাই যাদের আয়কর রিটার্ন সম্ভব। তবে বার্ষিক আয় যদি আড়াই লক্ষ টাকার বেশি হয় তবে এই প্রকল্পে আবেদন করা সম্ভব নয়।