Skip to content

গত ২৫ বছরে অনেকটাই বদলে গিয়েছেন শক্তিমান-এর এই ৭ তারকা, কেউ কি পাবেন ছবিতে স্থান?

  • by

শোনা যাচ্ছে শীঘ্রই দূরদর্শনের সুপারহিট সিরিয়াল ‘শক্তিমান (Shaktiman)’ নিয়ে একটি সিনেমা তৈরি হতে চলেছে। সম্প্রতি নির্মাতারা সিরিয়াল ‘শক্তিমান’-এর একটি দুর্দান্ত টিজার শেয়ার করেছেন। এই টিজারে শক্তিমানের মুখ থেকে পর্দা সরানো হয়নি। এমন পরিস্থিতিতে কোন তারকা শক্তিমান হতে চলেছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ভক্তদের।

ছবির বাকি কাস্ট নিয়েও ভক্তদের কৌতূহল বেড়েছে। এই প্রতিবেদনে, আমরা আপনাকে ‘শক্তিমান’ সিরিয়ালের কাস্ট সম্পর্কে বলতে যাচ্ছি যা গত 25 বছরে অনেক বদলে গেছে। হয়তো এই তারকাদের একজন জায়গা পাবেন ‘শক্তিমান’ ছবিতে। কে শক্তিমান সিনেমাতে অভিনয় করতে চলেছেন তা জেনে নেওয়া যাক।

Mukesh Khanna

• শক্তিমান (মুকেশ খান্না) (Mukesh Khanna)

‘শক্তিমান’ সিরিয়ালে এই সুপারহিরোর ভূমিকায় অসাধারণ কাজ করেছেন মুকেশ খান্না(Mukesh Khanna)। মুকেশ খান্নার বয়স এখন 63 বছর। এমন পরিস্থিতিতে শক্তিমান হওয়া মুকেশ খান্নার পক্ষে সহজ কাজ হবে না।

Vaishnavi Mahant

• গীতা বিশ্বাস (বৈষ্ণবী মহন্ত)

‘শক্তিমান’ সিরিয়ালে গীতা বিশ্বাস হওয়ার সুযোগ পেয়েছেন টিভি অভিনেত্রী বৈষ্ণবী মহন্ত। বর্তমান সময়ে মহন্ত মায়ের চরিত্রে বৈষ্ণবী দেখা দিতে শুরু করেছেন। তবে বৈষ্ণবী মহন্তের জনপ্রিয়তায় এখনো কোনো কমতি নেই।

Kitu gidwani

• গীতা বিশ্বাস (কিটু গিদওয়ানি)

কিছু দিন অভিনয় করার পর শক্তিমান সিরিয়ালকে বিদায় জানিয়েছিলেন বৈষ্ণবী। এরপর গীতা বিশ্বাসের ভূমিকায় অভিনয় করেন কিটু গিদওয়ানি। কিটু গিদওয়ানি এখনও আগের মতোই বেশ সুন্দরী রয়েছেন।

Lalit parimoo

• ডাঃ জৈকাল (ললিত পরিমু)

ডাঃ জ্যাকাল ছিলেন কিলভিশের সবচেয়ে অনুগত মানুষ। কিলউইশের নির্দেশে ডাঃ জ্যাকাল নতুন ষড়যন্ত্র করবে। ডক্টর জ্যাকাল চরিত্রে অভিনয় করেছেন টিভি অভিনেতা ললিত পারিমু। গত কয়েক বছরে ললিত পরিমুর লুকে অনেক পরিবর্তন এসেছে।

Raju Shrivastav

• ধুরন্ধর সিং (রাজু শ্রীবাস্তব) (Raju Srivastav)

বিখ্যাত টিভি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবও শক্তিমান সিরিয়ালে কাজ করেছেন। রাজু শ্রীবাস্তব মুকেশ খান্নার শোতে ধুরন্ধর সিং নামে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। সময় পেরিয়ে গেলেও রাজু শ্রীবাস্তবের চেহারায় খুব একটা পরিবর্তন আসেনি।

Surendra pal

• তমরাজ কিলভিশ (সুরেন্দ্র পাল)

টিভি অভিনেতা সুরেন্দ্র পাল তামরাজ কিলভিশ হয়ে শক্তিমান সিরিয়াল এ মানুষকে অনেক ভয় দেখিয়েছিলেন। তমরাজ কিলউইশের সংলাপ এখনো মানুষের মুখে মুখে। তবে এখন তামরাজ কিলবিশের বয়স বাড়ার ফলে চেহারার পরিবর্তন ঘটেছে।

Nabab Sahu

• মেজর জয় কুমার জনার্ধন (নবাব শাহ)

বলিউড অভিনেতা নবাব শাহের টিভিতে অভিষেক হয় শক্তিমান সিরিয়ালের মাধ্যমে। এই শোতে নবাব শাহ মেজর জয় কুমার জনার্দনের ভূমিকায় অভিনয় করেছিলেন। সময়ের সাথে সাথে নবাব শাহ আরও সুদর্শন হয়ে উঠছেন।

Share