Skip to content

এই ৫ টি গাছ অফিস ও বাড়িতে লাগান! সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন

img 20220824 183347

আপনি যদি নিজের কর্মক্ষেত্রে উন্নতি পেতে চান কিংবা নিজের বাড়িতে সব সময় সুখ-শান্তি বজায় রাখতে চান, তাহলে এই গাছগুলি অবশ্যই নিজের অফিস ও বাড়িতে লাগান। এতে আপনার উন্নতি অবধারিত। এর ফলে বাড়িতে থাকা অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হবে। এই গাছগুলি লাগানোর ফলে আপনি মানসিক অবসাদগ্রস্ত জীবন থেকে বেশ খানিকটা মুক্তি পেতে পারবেন। তাই একটু সুন্দরময় গোছানো জীবনযাপন অনুভব করতে আর দেরি না করে এই প্রতিবেদনে উল্লেখ করা যেকোনও ৫ টি গাছের মধ্যেই কয়েকটি লাগিয়ে ফেলুন।

১) মানিপ্লান্ট :-

Moneyplant

বাস্তু মতে, অফিসে কিংবা বাড়িতে একটি কাঁচের জায়গায় একটি মানিপ্লান্ট (Moneyplant)  লাগান। এই গাছ বছর কয়েকের মধ্যেই আপনার কর্মক্ষেত্রের উন্নতির অন্যতম কারণ হয়ে উঠবে। তবে মনে রাখবেন এই গাছ সরাসরি মাটিতে লাগাবেন না। ওপর থেকে এই গাছ নীচে ঝুলিয়ে রাখবেন না। এই গাছকে সব সময় কোনো বড় পাত্রের মধ্যে অথবা কাঁচের কোনো জায়গায় যত্ন সহকারে মাটি তৈরি করে বসাতে হবে। মানিপ্লান্ট যত বৃদ্ধি পাবে আপনার অর্থনৈতিক ভাগ্যের তত সুপরিবর্তন হবে।

২) লাকি বাম্বু :-

Laki Bamboo

আপনারা লাকি বাম্বুর ( Laki Bamboo) নাম শুনেছেন? হ্যাঁ আপনি এই গাছ আপনার গৃহের মধ্যে রাখতে পারেন। ডাইনিং টেবিলের উপরে কিংবা গৃহে সেন্টার টেবিলের ওপরে কিংবা আপনার গৃহের যেকোনও জায়গায় আপনি এই লাকি বাম্বু ট্রি লাগিয়ে ফেলুন এবং গানটির উপর একটি লাল রিবন লাগান। এতে আপনার আর্থিক সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।

৩) আইভি গাছ :-

Aaivee

আপনার গৃহে আইভি গাছ (Aaivee Tree) লাগালে সেই গাছ বাতাস থেকে প্রায় প্রতি ঘন্টায় ৬০ শতাংশ অক্সিজেন প্রদান করে এবং যে কোনও দুর্গন্ধ টেনে নিতে সাহায্য করে ৫৮ শতাংশ। বাস্তুবিদরা জানিয়েছেন, এই গাছ প্রত্যেককে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে।

৪) তুলসী গাছ :-

Tulshi

ঘরের ভিতরে, ছাদে অথবা বারান্দায় কিংবা আপনার ঘরের যেকোনও পরিষ্কার জায়গায় কিংবা অফিসের এমন কোনো ডেস্কে যেখানে আলো-বাতাসে ভরপুর থাকে সেখানে রোপন করুন তুলসী গাছ (Tulshi Tree)। বাস্তু মতে তুলসী গাছ অত্যন্ত উপকারী। এই গাছ প্রতিদিন ২০ ঘন্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে। এই গাছ লাগানোর ফলে শারীরিক অবস্থার উন্নতি হয়।

৫) অ্যালোভেরা গাছ :-

Alovera

নিজেদের শারীরিক উপকারের জন্য ঘরের কোন উঁচু জায়গায় কিংবা অফিসের কোন ডেক্সের উপর অ্যালোভেরা গাছ (Alovera Tree) রাখতে পারেন। বাস্তুবিদরা বলেছেন, এই গাছ অত্যন্ত শুভ। আপনারা কি জানেন,  বাতাস থেকে প্রায় নয় প্রকার ক্ষতিকারক গ্যাস এই অ্যালোভেরা গাছ একাই শোষণ করে নিতে পারে।

আপনার জীবনকে অত্যন্ত সুন্দর করে তোলার জন্য এবং ভালোভাবে জীবনযাপন করার জন্য  এই গাছগুলি আপনার গৃহে কিংবা অফিসের কোনও ডেক্স এর উপর সাজিয়ে রাখুন।

Disclaimer – বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি সম্পূর্ণরূপে লেখা হয়েছে। তবে এই সমস্ত ফলাফল ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে।

Share