Skip to content

মহাকাশ থেকে দেখা যায় পৃথিবীর এই ৫ টি স্থান

img 20220829 151639

আপনি জানলে অবাক হবেন পৃথিবীর এমন কয়েকটি স্থান রয়েছে যেগুলি মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায়। পৃথিবীর যে কোন স্থান শত কিলোমিটার দূরে হলেও পৃথিবীর এমন কয়েকটি স্থান রয়েছে যেগুলি মহাকাশ থেকেও দেখা যায়। সেই স্থান গুলি হল দুবাই,চীন, আমেরিকার পশ্চিমাঞ্চলের কিছু জায়গা।

Bimham canyon mine

 

মহাকাশ ও পৃথিবীর সীমানা কে বলা হয় কারম্যান লাইন। এই কারম্যান লাইন রয়েছে পৃথিবী থেকে 100 কিলোমিটার উচ্চতায়। কিন্তু এত উচ্চতা থেকেও পৃথিবীর বিশেষ কয়েকটি স্থান দেখা যায়। সল্টলেক সিটি থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত বিংহাম ক্যানিয়ন মাইন। এটি পৃথিবীর সবচেয়ে বড় মনুষ্যসৃষ্ট খনি। এই খনি থেকে তামা উত্তোলিত হয়। মহাকাশচারীরা দাবি করেছেন মহাকাশ থেকেও এই খনিটি দেখতে পাওয়া যায়।

Three Gorges Dam

চীনের যে জিনিসটি মহাকাশ স্পষ্ট থেকে দেখা যায় সেটি হচ্ছে থ্রি গর্জেস ড্যাম। 2.5 লক্ষ্য কোটি টাকা তে নির্মিত একটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম বাঁধ। বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজি নদীর উপর এই ড্যামটি অবস্থিত। এটিও মহাকাশ থেকে পরিষ্কার দেখা যায়। এছাড়াও চীনের বিখ্যাত প্রাচীর মহাকাশ থেকে দেখতে পাওয়া যায়।

Palm Jumeirah

পাম জুমেইরা যেটি দুবাইয়ে অবস্থিত সেটিও মহাকাশ থেকে দেখা যায়। গাছের আকৃতি বিশিষ্ট দ্বীপ টি তে অনেক বিলাসবহুল এপার্টমেন্ট ও টাওয়ার। এটিও মহাকাশ থেকে দেখা যায়। শুধুমাত্র পৃথিবীর এই বিশেষ কয়েকটি স্থানই নয়, পৃথিবীর অনেক মহাসড়ক ও আলোর ভালো সাপোর্ট পেলে মহাকাশ থেকে দেখা যায়।

Share