বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের ধারণা একটাই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ডিগ্রি থাকা অত্যন্ত জরুরী। কিন্তু ধারণাটি একদমই সঠিক নয়। আজ আমরা আপনাদের বলিউডের এমন কয়েকজন তারকাদের সম্পর্কে জানাবো যারা নিজস্ব প্রতিবার গুনে আজ বলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন কিন্তু তারা তাদের কলেজের গন্ডিও পের হন নি। আসুন দেখে নেওয়া যাক সেই তারকাদের তালিকা।
• আলিয়া ভাট (Alia Bhatt)।
করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ এর একজন স্টুডেন্ট এর ভূমিকায় অভিনয় করা আলিয়া ভাট বাস্তবে নিজে কখনো কলেজ যাননি। এই অভিনেত্রী মুম্বাইয়ের জামনাবাই স্কুলে পড়াশোনা শেষ করে সোজা বলিউড জগতে প্রবেশ করেছেন। সম্প্রতি আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে যেখানে এই অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন।
• অক্ষয় কুমার (Akshay Kumar)।
বলিউডের খিলাড়ি নামে পরিচিত এবং মার্শাল আর্টে পারদর্শী অক্ষয় কুমার কলেজের পড়া শেষ করেন নি।মুম্বাইয়ের ডন বস্কোতে পড়েন অক্ষয় কুমার। এরপর তিনি যান গুরু নানক খালসা কলেজে। কিন্তু তারপর তিনি মাজপথেই কলেজ ছেড়ে দেন।
• দীপিকা পাডুকোন (Deepika Padukone)।
বেঙ্গালুরু এর মাউন্ট ক্যারামেল স্কুলে পড়াশোনা করেন দীপিকা পাডুকন। দীপিকা পাডুকোন এর প্রথম থেকে মডেলিংয়ের শখ ছিল। যদিও তিনি মডেলিং করার মাঝে ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে ব্যাচেলার কোর্সে ভর্তি হন কিন্তু মডেলিংয়ের চাপে পড়াশোনা ছেড়ে দিতে হয় তাকে।
• আমির খান (Aamir Khan)।
হ্যাঁ, আমির খান এই তালিকার মধ্যেই পড়েন। আলিয়া ভাট যে স্কুল থেকে পড়াশোনা করেছেন সেই স্কুল অর্থাৎ মুম্বাইয়ের জামনাবাই থেকে 12 ক্লাস পাস করেছেন। এরপর আমির খান থিয়েটারে চলে আসেন এবং আর পড়াশোনার জগতে ফেরা হয়নি।
• প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
প্রিয়াঙ্কা চোপড়ার ছোট থেকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। যদিও তিনি ডাক্তারি পরিবারে বড় হয়ে ওঠেন। বরেলি আর্মি পাবলিক স্কুল থেকে প্রিয়াঙ্কা 12 ক্লাস পাস করেন ও ভর্তি হন মুম্বাইয়ের জয় হিন্দ কলেজে। কিন্তু অভিনয় জগতে আসার পর পড়াশোনা আর চালিয়ে যেতে পারেননি।