বলিউডের এমন অনেক অভিনেতারা আছেন যারা শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে নয় অনেক রিয়ালিটি শো হোস্ট করেও কোটি কোটি টাকা উপার্জন করেন। চলুন আজই প্রতিবেদনে এমনই ৪ জন তারকার কথা জেনে নি।
১) অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)
বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন টেলিভিশনের বিখ্যাত শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (Kaun Banega Cororpati) সঞ্চালনার কাজ করে ৭-৮ কোটির টাকার বেশি উপার্জন করেন।
২) সলমন খান (Salman Khan)
বহু বছর ধরেই বলিউডের ভাইজান সালমান খান বিগ বসের একের পর এক সিজন সঞ্চালনা করে আসছেন। ভারতীয় বিভিন্ন সময়ে টিভি হোস্টারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন সালমান খান।
৩) কপিল শর্মা (Kapil Sharma)
ভারতের অন্যতম কমেডি কিং কপিল শর্মা (Kapil Sharma)। প্রতিটি এপিসোডের জন্য তিনি ৫০ থেকে ৬০ লাখ টাকা উপার্জন করেন।
৪) করণ জোহর (Karan Johar)
বলিউডের অন্যতম সুপরিচিত পরিচালক করণ জোহর তার কফি উইথ করন-শো এর জন্য প্রতি মাসে ২ কোটি টাকারও বেশি উপার্জন করেন।