Skip to content

এই ৪ জন অভিনেতা যারা নিজের দক্ষতায় আজ সুপারস্টার, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জন্য ছেড়েছেন সরকারি চাকরিও!

img 20230125 094640

বলিউডে (Bollywood) তথা গ্ল্যামার ওয়ার্ল্ড এর কথা মাথায় এলেই বিভিন্ন নায়ক নায়িকাদের কথা মনে পড়ে যায়। বলিউডের তারকাদের জীবনকাহিনী শোনার পর তাদের বর্তমানে সাফল্যতা দেখে সকলেরই শখ হয় তাদের নির্দেশগুলো অনুসরণ করে সেই শীর্ষ স্থানে পৌঁছানোর। তবে আপনি কি জানেন পংকজ ত্রিপাঠী (Pankaj Tripathi) থেকে শুরু করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অথবা শাহরুখ খান সমস্ত তারকারাই বহু সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় পৌঁছেছেন। তবে আজই প্রতিবেদনে এমন ৪ জন অভিনেতার কথা বলব, যারা অভিনেতা হওয়ার পূর্বে সরকারি চাকরি করতেন। তবে অভিনয়ে আসার সুবাদে তাদের ছেড়ে দিতে হয় সেই চাকরি।

১) রাজকুমার (Rajkumar)

Rajkumar

বলিউডের এই অন্যতম দুর্দান্ত অভিনেতা অভিনয় জগতে প্রবেশ করার পূর্বে ১৯৫২ সালে মুম্বাইতে সাব-ইন্সপেক্টর পদে চাকরি করতেন। বলিউডে অভিনয় করার জন্য এই চাকরি ছেড়ে দিতে হয় তাকে। অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি সারা বিশ্বে নিজের খ্যাতি অর্জন করেন।

২) দেবানন্দ (Devanand)

Devanand

৯০ দশকের সবচেয়ে শীর্ষ অভিনেতা ছিলেন দেবানন্দ। অভিনয় জীবনে খ্যাতি অর্জন করার পূর্বে তিনি মুম্বাইয়ে সেন্সর বোর্ডে ১৬৫ টাকা বেতনের কেরানির কাজ করতেন।

৩) রজনীকান্ত (Rajnikant)

Rajnikant

রজনীকান্ত মানেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তথা বলিউডের সর্বেসর্বা অভিনেতা। মেগাস্টার সুপারস্টার থালাইভিকে সকলেই এক ডাকে চেনেন। তবে অভিনয় জগতে খ্যাতি অর্জন করার পূর্বে তিনি ব্যাঙ্গালোর ট্রান্সপোর্ট সার্ভিসে এখন বাস কন্ডাকটরের কাজ করেছেন।

৪) শিবাজী সতাম (Shivaji Satam)

Shivaji Satam

এই অভিনেতাকে দর্শকে তার প্রকৃত নামের থেকেও বেশি সোনি টিভির ‘CID’ এর এসিপি প্রদ্যুমন নামে বেশি চেনেন। এই চরিত্রেই অভিনয় করেন শিবাজী। দীর্ঘ বছর ধরে বলিউড জগতে অভিনয় করার আগে তিনি সরকারি ব্যাঙ্কে চাকরী করতেন।

Share