Skip to content

সংসারে আর্থিক সংকটে জর্জরিত হয়ে পড়েছেন? বাড়িতে আজই লাগান এই গাছটি, উধাও হয়ে যাবে অর্থ সংকট!

img 20230303 181308

অনেকেই আছেন যারা বাড়ির ভিতর গাছ (Trees inside the house) লাগাতে পছন্দ করেন। ইট, কাঠ, পাথরের সংমিশ্রণে তৈরি সারা বাড়িতে প্রকৃতির সংস্পর্শ আনার জন্য নিজের বারান্দায় কিংবা ছাদে পছন্দের গাছ সাজিয়ে রাখেন। তবে জানেন কি এমন কিছু গাছ (Indore Plant) আছে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে?

Spider Plant

বাস্তুশাস্ত্রের মতামত অনুযায়ী, বাড়িতে সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য গাছ লাগানো দরকার। বাস্তু মতে প্রত্যেক বাড়িতে যদি স্পাইডার প্লান্ট (Spider Plant) লাগানো হয় তাহলে আপনার ভাগ্য যেকোনও কাজে সহায় হতে পারে। প্রধানত এই গাছটি চিরহরিৎ প্রকৃতির তাই সারা বছর বাঁচে। এই গাছের পাতাগুলি দেখতে অনেকটা মাকড়সার মতো। এই গাছের আরো একটি নাম হল স্পাইডার আইভি (Spider ivy)।

Spider Plant

এই গাছটি বাড়ির যেখানেই রাখবেন সেখানে অবস্থিত মানুষের স্ট্রেস হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। কখনো মনের মধ্যে মানসিক চাপ কিংবা হতাশা জাকিয়ে বসবে না (Mental stress is reduced if the spider plan is in the house)। এটি মানুষের মধ্যে নেগেটিভিটি’কে দূর করে দিতে সাহায্য করে। আপনি যদি বাড়ির সঠিক জায়গায় স্পাইডার আইভি (Spider Plant) বা স্পাইডার প্লান্ট গাছটি বসান তাহলে আপনার জীবনের অনেক সমস্যা সমাধান হতে পারে।

img 20230302 110120

বাস্তুশাস্ত্র অনুযায়ী, যখন কোনো জিনিস সঠিকভাবে স্থাপন করা হয় তখনই সেটা ভালো থাকে। বাস্তু উদ্ভিদ লাগনোর পক্ষে বাড়ির উত্তর, পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম দিক খুবই সহায়ক। যদি এই গাছটিকে অফিসে কিংবা চাকরির জায়গায় ডেক্সে রাখা যায়, তাহলে আপনার পক্ষে এটা লাভজনক।

Spider Plant

এছাড়াও আপনি এই গাছটি নিজের বারান্দা বসার ঘর অথবা স্টাডি রুমে স্থাপন করতে পারেন। ঘরের মধ্যে এই স্পাইডার আইডি কাছে থাকলে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে। তবে বাড়িতে স্পাইডার প্ল্যান্ট (Spider Plant) গাছটি লাগানোর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরী।

Spider Plant

স্পাইডার প্ল্যান্টগুলি (Spider Plant) কখনো শুকিয়ে যেতে দেওয়া যাবে না। যদি কখনো এই গাছের পাতা শুকিয়ে যায় তবে সেই গাছটি ফেলে দিয়ে নতুন তাজা গাছ এনে বসান। বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম দিকে স্পাইডার প্ল্যান্ট (Spider Plant) গাছটি কখনোই লাগাবেন না। কারণ বাস্তু মতে তা অশুভ। এই নিয়মগুলো মেনে চললে স্পাইডার প্ল্যান্ট (Spider Plant) গাছটি আপনার ঘরে অনেক সুখ শান্তি নিয়ে আসবে।

Share