Skip to content

থাকছে না কোনো ডাটা লিমিট প্রতিদিন ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ডাটা, VI এর দুর্দান্ত প্ল্যানে বাজিমাত

বর্তমানে টেলিকম মার্কেটে বিভিন্ন সংস্থা একে অপরকে টেক্কা দিয়ে চলেছে। এবার Airtel এবং Reliance Jio কে টক্কর দিতে নেমে পড়লো Vodafone-Idea (VI)। সম্প্রতি VI একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। গ্রাহকরা এখন থেকে 447 টাকা রিচার্জ করলে মোট 50 GB ডেটা দৈনিক কোন লিমিট ছাড়াই ব্যবহার করতে পারবেন। বৈধ তো থাকছে 60 দিন। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 টি করে SMS সুবিধা রয়েছে। তার সাথে VI TV & Movies ও বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

 

VI 447 টাকার No daily data limit প্ল্যান টি অনেকটা Airtel এর 456 টাকা এবং Jio এর 447 টাকার প্রিপেইড প্ল্যান এর মতো। এই রিচার্জ প্ল্যান গুলিতে আপনি নিজের মন মত ডেটা ব্যবহার করতে পারবেন কোন দৈনিক লিমিট ছাড়াই।

•Airtel এর 447 টাকার রিচার্জ প্ল্যান এ কি কি দেওয়া হচ্ছে?

আপনি যদি Airtel সিম ব্যবহার করে থাকেন তাহলে 456 টাকা রিচার্জ করলে 50 GB ডেটা + দেশের যেকোন প্রান্তে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা + প্রতিদিন 100 টি করে SMS। বৈধতা থাকছে পুরোপুরি 60 দিনের জন্য। নির্ধারিত ডেটা শেষ হয়ে যাওয়ার পর প্রতি মেগাবাইট এর জন্য 50 পয়সা করে কাটা হয়। 100 টি SMS শেষ হয়ে যাওয়ার পর লোকাল SMS 1 টাকা এবং ন্যাশনাল SMS 1.5 টাকা করে কাটা হয়। এছাড়াও আপনি Airtel XStream premium, Wynk Music, Prime video mobile Edition এর বিনামূল্যে অ্যাক্সেস, 100 টাকা Fastag Cashback সহ একাধিক সুবিধা পাচ্ছেন।

VI

Vi

•Reliance Jio এর 447 টাকার প্রিপেড প্ল্যান রিচার্জ করলে মোট 50 GB ডেটা + যে কোন নেটওয়ার্কে ফ্রি ভয়েস কলিং+ 100 টি SMS এছাড়াও Jio Apps ব্যবহার করার সুযোগ পাবেন।

অর্থাৎ দেখা যাচ্ছে দেশের এই তিনটি টেলিকম সংস্থায় গ্রাহকদের No Daily Data Limit প্ল্যান এর অফার দিচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় দৈনিক লিমিট এ ডেটা অনেকের শেষ হয়ে যায় অথবা কারো কারো অনেক ডেটা বেচে যায়। সে ক্ষেত্রে নিজের খেয়াল-খুশি মতো ডেটা ব্যবহার করার জন্য এই টেলিকম সংস্থাগুলি নতুন no daily data limit প্ল্যান চালু করেছে।

Share