Skip to content

থাকছে না কোনো ডাটা লিমিট প্রতিদিন ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ডাটা, Airtel এর দুর্দান্ত প্ল্যানে বাজিমাত

সম্প্রতি Airtel গ্রাহকদের জন্য নিয়ে এলো এক নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান। গ্রাহকরা 456 টাকা রিচার্জ করলেই এই নতুন প্ল্যান ব্যবহার করতে পারবে। কিছুদিন আগে রিলায়েন্স জিও যেমন No Daily Data Limit Plan নিয়ে এসেছিল ঠিক সেরকম এয়ারটেল এই নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির। এই রিচার্জ প্ল্যান এ আপনি অনেক গুলি OTT Apps বিনামূল্যে ব্যবহার অফার পেয়ে যাবেন। আসুন নতুন এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

•Airtel 456 Recharge Plan :-

নতুন এই রিচার্জ প্ল্যান টি সর্বপ্রথম নজরে নিয়ে আসে PriceBaba। গ্রাহকরা 456 সাকার এই প্লান রিচার্জ করলে দেশের যেকোন প্রান্তে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা+প্রতিদিন 100 টি করে SMS + তার সাথে 50 GB ডেটা। আপনি 50 GB ডেটা কোন লিমিট ছাড়াই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রতিদিন এর ভিত্তিতে এই রিচার্জ প্লান এ ডেটা সীমিত নয়। একদিনে আপনি যত খুশি ডাটা ব্যবহার করতে পারেন। এই রিচার্জ প্ল্যান এর বৈধতা থাকছে 60 দিন। এছাড়াও আপনি 456 টাকা রিচার্জ করলে Amazon prime video mobile Edition এবং Airtel Xstream Premium , free hellotunes, Wynk music গুলি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এক বছরের জন্য Shaw Academy Apollo 24/7 Circle এবং 100 টাকার FASTag ক্যাশব্যাক পাবেন।

Airtel

Airtel

•Reliance Jio 447 recharge plan :-

447 টাকার রিচার্জ প্ল্যান্ রিচার্জ করলে আপনি যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা+ প্রতিদিন 100 টি করে SMS + 50 GB high speed data + jio apps free subscription পেয়ে যাবেন। এই প্রিপেড রিচার্জ প্ল্যান এর বৈধতা থাকছে 60 দিনের জন্য।

•Vi (Vodafone Idea) 405 Recharge Plan।

Vi সিম ব্যবহারকারী গ্রাহকরা 405 টাকা রিচার্জ করলে দেশের যেকোন প্রান্তে আনলিমিটেড ভয়েস কলিং+ প্রতিদিন 100 টি করে SMS + 90 GB ডেটা ব্যবহার করার সুবিধা পেয়ে যাচ্ছেন। বৈধতা থাকছে 28 দিনের। Vi এর এই রিচার্জ প্ল্যান টি সবচেয়ে বড় ফেসিলিটি হলো Weekend data rollover, অর্থাৎ প্রতিদিন আপনার যদি পুরো ডেটা না ব্যবহার হয় সেই অতিরিক্ত ডেটা সঞ্চয় হবে এবং সপ্তাহ শেষে সেই সঞ্চিত ডেটা আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও ZEE5 Premium ও ব্যবহার করতে পারবেন। তবে এই মুহূর্তে Vi এর কাছে no daily data limit এর কোন প্ল্যান নেই।

Share