গত কয়েকদিনের অতি ভারী বর্ষণের ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বর্তমানে প্লাবিত। রাজ্যের প্রায় তিন লাখ মানুষ বন্যা বিধ্বস্ত। এছাড়াও আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের বিস্তীর্ণ এলাকা আপাতত প্লাবিত। তার সাথে আবার শহর কলকাতায় জলমগ্ন পরিস্থিতি। এদিকে, এই পরিস্থিতির মাঝে মধ্যপ্রদেশের ২৩ জেলায় আবহাওয়া দফতর সূ্ক্রে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ ও দেশের আবহাওয়ার খবর।
আবহাওয়া দপ্তর টানা 5 দিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে।
বৃষ্টি না থাকার প্রধান কারণ হলো উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণবাত এর সঙ্গে মৌসুমী অক্ষ রেখার অবস্থান।
India Meteorological Department (IMD) জানিয়েছে আগামী পাঁচদিন কয়েকটি রাজ্যের টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের পাশপাশি পশ্চিমবঙ্গেও প্রবল বর্ষণ হবে। ইতিমধ্যে 5 ই আগস্ট বেশকিছু জেলায় বৃষ্টিপাত হয়ে গেছে। এবং আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খন্ড ও ওড়িশায় 5 ও 6 আগস্ট , বিহারে 7 ও 9 আগস্ট বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। তার সাথে সাথে বর্ষণের সর্তকতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস।
উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি ও তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেরকম ভাবে কোনও বর্ষণের সর্তকতা জারি করা হয়নি। আগামী 7 আগস্ট উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী তিন-চার দিনের তাপমাত্রা সেরকম কিছু পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে?
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায গুলির অবস্থা বর্তমানে খুবই খারাপ। অধিকাংশ জায়গা বর্তমানে প্লাবিত। ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ইতিমধ্যেই বানভাসী। এই জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা এখনো রয়েছে। শনিবার অর্থাৎ সাথে আগস্ট বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে।
• শহর কলকাতার আবহাওয়া কেমন থাকবে!
শুক্রবার থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা থাকবে। বজ্রপাতসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 31°C ও 26°C যথাক্রমে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা(°C)।
আসানসোল 25
বালুরঘাট 27.4
বাঁকুড়া 25.3
ব্যারাকপুর 25.6
বর্ধমান 25
কোচবিহার 26.9
দার্জিলিং 17.0
দমদম 26.0
কালিম্পং 20.0
কৃষ্ণনগর 25.6
মালদা 27.7
মেদিনীপুর 24.5
শ্রীনিকেতন 26.0
সর্তকতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশের 23 টি জেলায়।
India Meteorological Department (IMD) মধ্যপ্রদেশে সর্তকতা জারি করেছে। সেখানে আগামী পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অসম, মণিপুর, অরুণাচলপ্রদেশ, ত্রিপুরো , মিজোরামেও ৮ ও ৯ অগাস্ট পর্যন্ত প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তর প্রদেশ উত্তরাখণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গুজরাট ও মহারাষ্ট্রের আগামী পাঁচ দিনে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 9 আগস্ট জম্মু-কাশ্মীরে, রাজস্থান, হরিয়ানা তে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।