Skip to content

5 স্টার হোটেলের থেকেও রয়েছে বেশি সুবিধা! দেখে নিন নীতা আম্বানির ব্যক্তিগত বিমানের একঝলক

nita ambani

ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) পাশাপাশি তার স্ত্রী নীতা আম্বানিও(Nita Ambani) সব সময় খবরের হেড লাইনে থাকেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সবচেয়ে ধনী মহিলা হিসেবে পরিচিত নীতা আম্বানি। সমগ্র বিশ্বে সেরা মহিলা শিল্পপতি হিসেবে পরিচিত তিনি এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে রয়েছে তার অগণিত ভক্ত।

নীতা আম্বানি একজন শিল্পপতি হলেও বহু সুন্দরী নায়িকা তার কাছে রূপের মাপকাঠিতে হেরে যাবেন। শুধুমাত্র রূপেই নয় তার গুন,স্বভাব এবং সুন্দর ব্যবহারের জন্য সমগ্র বিশ্ব তাকে পছন্দ করে। আজকাল বহু মানুষ নীতা আম্বানি কে অনুসরণ করে তাদের নিজের ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্য। মুকেশ আম্বানির পাশাপাশি নীতা আম্বানি(Nita Ambani) ও বর্তমানে নিজের এক আলাদা দুনিয়া তৈরি করেছেন। বর্তমানে মুকেশ পত্নী নীতা আম্বানির বয়স 59 বছর। নীতা আম্বানি বহু সম্পত্তির মালিকানা অধিকারী হওয়া সত্বেও সেগুলোর মধ্যেও রয়েছে বিশেষ বিশেষ কিছু চমক। চলুন জেনে নেওয়া যাক কি সেই বিশেষ জিনিস।

mukesh ambani gift air bus

নীতা আম্বানির দামি সব সম্পত্তির মধ্যে থেকে সবথেকে আগে যেটির কথা বলতে হয় সেটি হল মুম্বাই শহরের একটি বিলাসবহুল বাড়ি। নিতা আম্বানি ভীষণ ঘুরতে পছন্দ করেন। তাই তিনি ৮ কোটি টাকা মূল্যের একটি বিএমডব্লিউ ৭৬০(BMW 760) কিনেছেন।

nita ambani air bus

 

এছাড়াও ২০০৭ সালে মুকেশ আম্বানি তার স্ত্রী নীতা আম্বানির ৪৪তম জন্মদিনে তাকে একটি ব্যক্তিগত বিমান উপহার দেন। এই বিমান একটি ফাইভস্টার হোটেল বা সেভেন স্টার হোটেলের থেকে কিছু কম নয়। মুকেশ পত্নীর এই বিমান কোন বিলাসবহুল হোটেলের থেকে কোন অংশে কম নয়। তার এই বিলাসবহুল বিমানের দাম ২৩০ কোটি টাকা। বিমানের মধ্যে নিতা আম্বানির সুযোগ সুবিধার জন্য গান শোনার, খেলার, মাইন্ড রিলাক্সিং করার ব্যবস্থা এবং একটি মাস্টার বেডরুমও রয়েছে। এই বিমানে একসঙ্গে 10 থেকে 12 জন ব্যক্তি যাতায়াত করতে পারেন।

nita ambani lifestyle

Share