Skip to content

SBI এর টাকা তোলার নিয়মে আসছে বড়োসড়ো পরিবর্তন, না জানলে দিতে হবে চার্জ

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক State Bank of India (SBI) আগামী মাস থেকে শাখায় (Branch) অথবা ATM থেকে টাকা তোলার নিয়মের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনতে চলেছে। SBI কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে মূলত basic savings Bank deposit গ্রাহকদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। এইসব গ্রাহকদের জন্য চেকবুকে অথবা এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলার ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। কি এই নতুন নিয়ম আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ATM কার্ডের দ্বারা টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম:

State Bank of India (SBI) আগামী জুলাই থেকে ATM থেকে টাকা তোলা, ও টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে গ্রাহক(জিরো ব্যালান্স একাউন্ট এর ক্ষেত্রে) দের উপর অতিরিক্ত চার্জ বসাতে চলেছে। গ্রাহক মাসে 4 বার ATM থেকে টাকা বিনামূল্যে তুলতে পারবে, কিন্তু 4 বার এর পর থেকে গ্রাহককে 15 টাকা+GST চার্জ হিসেবে দিতে হবে।

চেকবুক এর দ্বারা টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম:

স্টেট ব্যাংকের সেভিংস একাউন্ট হোল্ডার দের বছরে 10 টি চেকবুক বিনামূল্যে দেওয়া হবে। এর পর দশটি পাতার চেকবুক এর জন্য গ্রাহককে 40 টাকা দিতে হবে। ও তার সাথে GST। আর আপনি যদি 25 টি পাতার চেক বুক নিতে চান তাহলে আপনাকে 75 টাকা ও সঙ্গে জিএসটি হিসেবে চার্জ দিতে হয়। আপনার যদি এমার্জেন্সি দশটি পাতার চেকবুক প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে 50 টাকা ও অতিরিক্ত জিএসটি দিতে হবে। তবে প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তি।

SBI

SBI

চেকবুক নতুন পরিষেবা সংক্রান্ত উক্ত চার্জ গুলি থেকে প্রবীণ নাগরিকদের ছাড় দেওয়া হয়েছে।নন ফিনান্সিয়াল ট্রানস্যাকশন টাকা তোলা হচ্ছে না এমন কাজে এটিএম কার্ড ব্যবহার করলেও অতিরিক্ত কোন চার্জ দিতে হবেনা প্রবীণ নাগরিকদের।এছাড়া একই ব্যাংকের শাখায় অথবা অন্য ব্যাংকের শাখায় টাকা টান্সফার করলেও তাদের জন্য অতিরিক্ত কোনো চার্জ করা হবে না।

স্টেট ব্যাংক এর তরফ থেকে সম্প্রতি চেক এর দ্বারা টাকা তোলার ক্ষেত্রে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এবং পাস বইয়ের ক্ষেত্রে টাকা তোলার উর্ধ্বসীমা 25 হাজার টাকা করা হয়েছে। এছাড়া চেকবুক এর সাহায্যে third-party অ্যাপ ব্যবহার করে টাকা তোলার ক্ষেত্রে মাসে সর্বোচ্চ 50000 টাকা করা হয়েছে। এছাড়াও ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত কোন থার্ড পার্টিকে ক্যাশ পেমেন্ট করা যাবে না।

Share