Skip to content

বিশ্বখ্যাত ল্যাপটপ কোম্পানি এবার ভারতে খুলছে কারখানা, বেকারদের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ

যোগী সরকারের উত্তর প্রদেশ বিনিয়োগের দিক থেকে এগিয়ে থাকা এক অন্যতম রাজ্য। উত্তর প্রদেশ রাজ্য কে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য এবং বাণিজ্যিক সুবিধাকে আরও সহজ বানানোর জন্য টেক্সটাইল থেকে শুরু করে বিশ্বস্তরীয় কোম্পানি নয়ডায় নিজেদের ব্যবসা স্থানান্তরিত করতে চাইছে। আর সেই ক্রমেই Dixon Technologies- এর নাম যুক্ত হলো। Dixon Technologies- এর সাথে তাইওয়ান এর ল্যাপটপ কোম্পানি ACER এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দেশেই এবার ACER এর ল্যাপটপ তৈরি করবে Dixon Technologies। নয়ডা তে বসতে চলেছে Dixon Technologies এর নতুন প্ল্যান্ট। মূলত নয়ডাকে technology hub বানানোর লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। এর ফলে প্রযুক্তিতে উত্তরপ্রদেশ আরো উন্নত হবে এবং অনেক কর্মসংস্থান বাড়বে।

Acer laptop, ল্যাপটপ

যোগী আদিত্যনাথের সময় থেকেই উত্তরপ্রদেশে Ease of doing business index এর র‍্যাঙ্ক শুধরেছে।Ease of doing business index এর র‍্যাঙ্ক উত্তরপ্রদেশে একসময় 14 তম ছিল। এখন উত্তর প্রদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। আর এই কারনেই নানা বহুজাতিক সংস্থা উত্তরপ্রদেশে তাদের টেকনোলজি হাব গড়ে তুলতে তাড়াহুড়ো করছে। সেই সমস্ত বহুজাতিক সংস্থা গুলির মধ্যে একটি হলো Dixon Technologies। তারা ঘোষণা করেছে তাইওয়ানের ল্যাপটপ সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছে এবং তারা প্রতি বছর প্রায় 5 লক্ষ করে ল্যাপটপ তৈরি করবে।

Share