বর্তমানে দেশ ও দুনিয়ায় ইন্টারনেট এর চাহিদা দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে আমাদের দেশে ইন্টারনেটের চাহিদা যথেষ্ট বেড়েছে। বর্তমানে আমাদের দেশ বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট কনজিউমার দেশ হিসেবে নিজেকে তুলে ধরেছে। Reliance jio আকর্ষণীয় ইন্টারনেট পরিষেবার জন্য দেশে শীর্ষস্থানে আছে। তবে মূল বিষয় হল এই যে রিলায়েন্স জিও কে টেক্কা দিতে বাজারে নামতে চলেছে ভারতীয় কোম্পানি Tata Group। এটি মুকেশ আম্বানির বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
দেশে 5G উপকরণ নির্মাণের জন্য Tata Group দেশের আরেক বৃহৎ টেলিকম কোম্পানি Airtel India এর সাথে হাত মিলিয়েছে। এই দুটি কোম্পানি শুধুমাত্র টেকনিক্যাল ইকুইপমেন্ট এ থেকে থাকবে না, উপরন্তু দেশে নিজেদের ইন্টারনেট পরিষেবা আনার কথাও ভাবছে। Tata Group এর তরফ থেকে যে broadband service শুরু করা হতে চলেছে তা মুকেশ আম্বানির JioFiber কে যথেষ্ট টেক্কা দেবে তা সন্দেহ নেই।
TATA Broadband service
শোনা যাচ্ছে খুব শীঘ্রই Tata Group এর তরফ থেকে দেশে high speed internet broadband service শুরু করা হতে চলেছে। এ বিষয়ে জানানো হচ্ছে যে প্রোজেক্টের জন্য Tata satellite broadband ক্ষেত্রের নামি কোম্পানি telesat এর সাথে কথা বলা শুরু করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, TATA Satellite Internet Service কে টাটা গ্রুপের Nelco ltd দ্বারা নিয়ন্ত্রণ করা হবে আর আগামী 2023 এর শেষ বা 2024 এর শুরুতে এই স্যাটেলাইট সার্ভিস পুরোপুরি চালু হয়ে যাবে আশা করা হচ্ছে কোম্পানির তরফ থেকে।
দেশে Tata Group এর ইন্টারনেট ব্রডব্যান্ড সার্ভিস লঞ্চ করার ফলে শুধুমাত্র মুকেশ আম্বানি চিন্তিত নন চিন্তিত রয়েছেন আরো এক বড় বিজনেসম্যান তথা SpaceX ও Tesla এর CEO Elon Musk। আপনি হয়তো ভাবতে পারেন রিলায়েন্স জিও ও টাটা গ্রুপের এই ইন্টারনেট সার্ভিস এর মধ্যে Elon Musk এর কি সমস্যা হতে চলেছে। তবে জেনে রাখা ভালো খুব শীঘ্রই দেশে Elon Musk ব্রডব্যান্ড সার্ভিস চালু করতে চলেছে। আমাদের দেশে ক্রমবর্ধমান ইন্টারনেট চাহিদা দেখেই Elon Musk আমাদের দেশে ইন্টারনেট পরিষেবা তে বিনিয়োগ করতে চলেছে।
Elon Musk খুব শীঘ্রই দেশে Starling সার্ভিস লঞ্চ করতে চলেছে। এই প্রোজেক্টের অধিকাংশ কাজে শেষের মুখে এবং আগামী 6 মাসের মধ্যে অর্থাৎ 2022 এর শুরুর দিকেই সাধারণ মানুষের জন্য এই পরিষেবা শুরু করে দেওয়া হবে। শোনা যাচ্ছে যে Elon Musk এর Starlink সার্ভিসে 150Mbps স্পীড পাওয়া যাবে। এবং ইতিমধ্যে এই সার্ভিসের জন্য pre booking শুরু হয়ে গেছে। তবে দেশের মানুষ Tata Group এর Satellite Internet Service লঞ্চের উপর বেশি আগ্রহ দেখাচ্ছে এবং তারা প্রতীক্ষায় আছে।