Skip to content

ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৫টি গাছ, লাগালেই সংসারে নেমে আসবে চরম দুর্ভোগ!

img 20230207 162407

গাছ লাগানো থেকে শুরু করে গাছ পরিচর্যা করা এসব বহু মানুষের কাছে খুব সখের জিনিস। নিজেদের অবসর সময় কাটানোর জন্য প্রত্যেকেই কম-বেশি নিজেদের বাড়িতে ফুল-ফলের গাছ লাগান এবং পরিচর্যা করেন। কেউ বসায় গোলাপ তো কেউ ডালিয়া, তবে আপনি কি জানেন বাস্তববিদদের মতে এমনই ৫ টি গাছ আছে, যা বাড়িতে লাগানো একদমই উচিত নয়। এই গাছগুলো লাগলে সংসারে মারাত্মক ক্ষতি হয় (5 Plants Those Enhance Negetive Energy At Home)।

কেউই নিজের সংসারে অশান্তি চায় না। সবাই চায় ভালোভাবে বাঁচতে। তাই এই ৫ টি গাছ কোনও দিনই কেউ বাড়িতে লাগাবেন না।

১) ইংলিশ আইভি (English IV) :

English IV

এই গাছটি বাড়িতে অনেকেই লাগাতে চান, কারণ তারা মনে করেন প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এই গাছ। তবে আপনারা কি জানেন এই গাছের পাতা মানুষের ত্বকের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে। এই গাছের পাতা ত্বকের সংস্পর্শে এলে ত্বক জ্বলে যেতে পারে। তাই বাড়িতে এই গাছ না লাগানোই ভালো।

২) লিলি (Lilly):

Lilly

বাড়ির সৌন্দর্য বাড়ায় এই বাহারি সুগন্ধি গাছ। তবে আপনার বাড়িতে যদি কোনও পোষ্য থাকে, তবে এই গাছ ক্ষতিকারক হয়ে পারে। কারণ এই গাছ তাদের জন্য বিষাক্ত।

৩) ক্যালাডিয়াম (Caldium) :

Caldium

এই গাছের ফুল অনেক রঙের হয়। প্রধানত এই গাছের ফুলের সৌন্দর্যই প্রত্যেককে আকৃষ্ট করে। তবে আপনি কি জানেন এই গাছ প্রকৃতপক্ষে খুবই বিষাক্ত। এই গাছের ফুল মানুষের জিভে লাগলেই অনেক ক্ষতি হয়ে পারে।

৪) আমরান্থাস (Amranthas):

Amranthas

খুবই সুন্দর দেখতে এই গাছ। তবে এই গাছ বাড়িতে লাগানো উচিত নয় কারণ এই গাছের ফুল থেকে শরীরের এলার্জি হতে পারে।

৫) অ্যালোভেরা (Alovera) :

Alovera

আমরা সকলেই জানি এই গাছ ত্বক ও চুলের পক্ষে বেশ উপকারী। এই গাছের ভীষণ ঔষধি গুণ বর্তমান। তবে এই গাছের নিঃসৃত রস, অর্থ্যাৎ যাকে ল্যাটিক্স বলে, সেটা পেটের পক্ষে খুব খারাপ।

Share