Skip to content

দর্শকদের হাসাতে ফের বড় পর্দায় হাজির হতে চলেছে ‘Golmaal’ ও ‘Hera Pheri’ এর পরের পার্ট!

img 20221010 091503

মাঝে মধ্যেই দেখা যায় বলিউডে অনেক ছবির সিক্যুয়াল প্রকাশ পায়। বেশ কয়েক বছর ধরেই সিক্যুয়াল ছবি বানানোর প্রবণতা বেড়েছে। বড় বড় চলচ্চিত্র নির্মাতারাও এই ধরনের কাজ বেশি করে বানাচ্ছেন এবং বক্স অফিসে ছবিগুলি বল্কবাস্টারও হয়েছে। বলিউডে অসংখ্য ব্লক বাস্টার সিনেমা রয়েছে কিন্তু তারই মধ্যে হেরা ফেরি ও মাই গড এবং গোলমাল এর মতো ছবিগুলি অন্যতম। তবে খবর সূত্রে জানা গেছে এবার এই তিনটি ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়াল আসছে।

১) হেরা ফেরি ৩ (Hera Pheri 3)

Hera Pheri 3

২০০০ সালে মুক্তি পাবে দুই জনপ্রিয় সিনেমাটি বলিউডের সারা ফেলে দিয়েছিল। এই ছবির পরিচালক ছিলেন প্রিয়দর্শন (Priyo Darshan) এবং ফিরোজ নাদিয়াদওয়ালা (Firoz Nadiadwala) ছিলেন প্রযোজক। এই ছবি দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। এই সিনেমা দুটি পর্বই দর্শকদের বেশ পছন্দ হয়েছিল এবং বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল। সম্প্রতি খবর শুনতে জানা গেছে এই ছবির তৃতীয় পর্ব আসতে চলেছে। পূর্বের পুরনো কাজদের সঙ্গে নতুন কিছু চরিত্রও দেখা যাবে। প্রযোজকের আসল লক্ষ্য হলো, বাকি দুটি পর্বের মতো এবারের পর্বটিও যেন দর্শকরা খুবই পছন্দ করেন।

২) ওহ মাই গড ২ (Oh My God 2)

Oh My God 2

সম্প্রতি খবর সূত্রে জানা গেছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ মাই গড’ ছবির সিক্যুয়েল বলিউডে ব্যঙ্গাত্মক কমেডি-ড্রামা ফিল্ম  ‘ওহ মাই গড ২’ আসতে চলেছে।  আসন্ন এই ছবিটি পরিচালক অমিত রায় (Amit Rai)। ৪ঠা নভেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। আসন্ন সিনেমাতে আগের পর্বের মতোই মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে (Akshay Kumar) এবং পরেশ রাওয়ালের জায়গায় অভিনয় করবেন বর্তমান সময়ের জনিপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)।

৩) গোলমাল ৫ (Golmal 5)

Golmal 5

রোহিত শেঠির (Rohit Setty) পরিচালিত কমেডি সিনেমাগুলির (Comedy Series)  মধ্যে অন্যতম হলো ‘গোলমাল’। এই সিরিজ গুলির এখনো পর্যন্ত ৪ টি পর্ব প্রকাশ পেয়েছে। এবারে এই ছবিরই পঞ্চম পর্ব মুক্তি পেতে চলেছে। ছবির নাম ‘গোলমাল ৫’ (Golmal 5)। এই নতুন পর্বে পুরনো অভিনেতাদের পাশাপাশি দেখা যাবে নতুন চরিত্রদের। আগামী বছর এই ছবিটি মুক্তি পেতে চলেছে।

Share