সম্প্রতি ঘোষণা করা হয়েছে টুইটারের নতুন সিইও এর নাম। এর মধ্যেই গোটা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে পরাগ আগরওয়ালার নামে। সুন্দর পিচাই (Sundar Pichai), সত্য নাদেলার (Satya Nadella) পর আবারও আপামর জনসাধারণের মুখে এখন একটাই নাম পরাগ আগরওয়ালা (Parag Agarwal)। আজ কথা বলব সেই সব ইতিহাস সৃষ্টিকারী ১০ ভারতীয় সিইও এর ব্যাপারে যারা আলোড়ন সৃষ্টি করেছে গোটা বিশ্বের কাছে।
সত্য নাদেলা (Satya Nadella)
ইনি হলেন মাইক্রোসফট এর সিইও। সত্য নাদেলা (Satya Nadella) ওয়াশিংটনের নাদেলা ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎকৌশল নিয়ে পড়াশোনা করে সেই বিষয়ে ডিগ্রি অর্জন করেন সাথে উইসকনসিন বিশ্ব বিদ্যালয় থেকে তড়িৎকৌশলে স্নাতকস্তরের ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে সত্য নাদেলা যোগদান করেন মাইক্রোসফটে। তার পরে তিনি গোটা বিশ্বের কাছে পরিচিত হোন আইকনিক পণ্য বিকাশের জন্য। এরপরে ২০১৪ সালে মাইক্রোসফটসিস্টেমস এর তরফ থেকে তাকে মাইক্রোসফট এর সিইও হিসাবে ঘোষণা করা হয়।
সুন্দর পিচাই (Sundar Pichai)
সুন্দর পিচাই (Sundar Pichai) হলেন গুগলের সিইও। সুন্দর পিচাই এর পুরো নাম হল পিচাই সুন্দররাজন। পিচাই হলেন খড়্গপুর ও স্ট্যানফ্রোড বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। তিনি হলেন গুগলের একজন ভারতীয় আমেরিকান প্রধান কর্মকর্তা হিসাবে পরিচিত। ১০ আগস্ট ২০১৫ সালে সর্বপ্রথম সুন্দর পিচাইকে গুগলের সিইও হিসাবে ঘোষণা করা হয়।
শান্তনু নারায়ণ (Shantanu Narayen)
শান্তনু নারায়ণ (Shantanu Narayen) হলেন হায়দরাবাদের বাসিন্দা। তিনি হলেন আ্যডোব ইনকর্পোরেটেডের সিইও সাথে চেয়ারম্যান। তিনি হায়দরাবাদ এর ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। ১৯৯০ সালে তিনি তার এমবিএ ডিগ্রি অর্জন করেন ওয়াইওর বোলিং গ্রিন স্টেট থেকে তিনি তার স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন। পরবর্তী কালে ১লা ডিসেম্বর ২০০৭ সালে তিনি আ্যডোবের সিইও হিসাবে নির্বাচিত হন।
পরাগ আগরওয়াল (Parag Agarwal)
খোদ মুম্বইয়ে জন্মগ্রহণ করেন পরাগ আগরওয়াল (Parag Agarwal)। সর্বপ্রথম ২০১১ সালে টুইটারের সাথে সম্পর্ক স্থাপন হয় তার। সর্বপ্রথম তিনি ছিলেন সোশ্যাল মিডিয়া জায়ান্টের চিফ। টানা ২০১৭ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেছেন তিনি। এবার বছর শেষেই তিনি সিইও পদে যোগদান করেন।
জয়শ্রী উল্লাল (Jayshree Ullal)
জয়শ্রী উল্লাল (Jayshree Ullal) হলেন মার্কিন নেটওয়ার্কিং কোম্পানি আ্যারিস্টা নেটওয়ার্কসের সিইও ও প্রেসিডেন্ট। বিগত ২০০৮ সাল থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন ভারতীয় এই নারী। জয়শ্রী তার স্নাতকস্তরের ডিগ্রি অর্জন করেন সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি থেকে এবং তার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সান্তা ক্লারা ইউনিভার্সিটি থেকে।
অঞ্জলি সুদ (Anjali Sud)
ভিডিও হোস্টিং, শেয়ারিং এবং সার্ভিসেস প্ল্যাটফর্ম বা ভেমিও একটি মার্কিন প্রতিষ্ঠান। বিগত ২০১৭ সাল থেকে অঞ্জলি সুদ (Anjali Sud) এই প্রতিষ্ঠানের সিইওর পদে নিযুক্ত রয়েছেন তিনি।
অরবিন্দ কৃষ্ণ (Arvind Krishna)
অরবিন্দ কৃষ্ণ (Arvind Krishna) হলেন কানপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং তিনি দীর্ঘ সময় ধরে আইবিএমের সাথে যুক্ত। তিনি ২০২০ সালের ৬ ই এপ্রিল তিনি ভার্জিনিয়া রোমেট্টিকে তিনি সিইও পদে যোগদান করেন ।
রঙ্গরাজন রঘুরাম (Rangarajan Raghuram)
রঙ্গরাজন রঘুরাম (Rangarajan Raghuram) হলেন আইটি বোম্বের প্রাক্তন ছাত্র। ১৯৯৬ সালে পেনসিলভিনিয়া থেকে তিনি তার স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন। ২০২১ সালে তিনি ভিএমওয়্যারের সিইও হিসাবে যোগদান করেন।
অজয়পাল সিং বঙ্গ (Ajaypal Singh Banga)
অজয়পাল সিং (Ajaypal Singh Banga) জন্মগ্রহণ করেন পুনেতে। তিনি ছিলেন হায়দরাবাদের বেগমপেটের প্রাক্তন ছাত্র। পরবর্তী কালে তিনি দিল্লীর সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি মাস্টারকার্ডের নির্বাহী চেয়ারম্যান ও সিইও ছিলেন।
নিকেশ আরোরা (Nikesh Arora)
বর্তমানের জনপ্রিয় পালো আল্টো নেটওয়ার্কের সিইও। তিনি গত ১লা জুন ২০১৮ সালে পালো আল্টো নেটওয়ার্কের সিইও হিসাবে মনোনীত হন।