বর্তমানে আধার কার্ড (Aadhar Card) গুরুত্বপূর্ণ নথির মধ্যে পড়ে। আধার কার্ড না থাকলে অনেক কাজ আটকে যায়। তাই আধার কার্ড তৈরি করানো অত্যন্ত জরুরী। আমাদের প্রায় সকলেরই আধার কার্ড আছে। কিন্তু আপনি জানেন কি মাত্র 1 দিনের শিশুর ও আধার কার্ড তৈরি করা যায়? হ্যাঁ, সদ্যোজাত শিশুরও আধার কার্ড তৈরি করা ফেলা যায় অনলাইনে। এমনকি অনেক হাসপাতাল সদ্য হওয়া শিশুর আধার কার্ড তৈরি করে দিয়ে থাকে।
•UIDAI এ করা টুইটে লেখা আছে, প্রত্যেকেরই আধার কার্ডে তালিকাভুক্ত হওয়া বাঞ্ছনীয়। এমনকি সদ্যোজাত শিশুর আধার কার্ড তৈরি করা যায়। যার জন্য জন্ম প্রমাণপত্র ও পিতা-মাতার যেকোনো একজনের আধার কার্ড হলেই হবে।
•আমরা জানি আধার কার্ড তৈরি করতে বায়োমেট্রিক লাগে। কিন্তু পাঁচ বছরের নিচে পর্যন্ত বাচ্চাদের কোনরূপ বায়োমেট্রিক লাগেনা। পাঁচ বছর বয়স পার হলেই বায়োমেট্রিক এর প্রয়োজন হয়।
•সদ্যোজাত শিশুর আধার কার্ড তৈরি করতে নথিপত্র হিসেবে জন্ম প্রমাণপত্র ও পিতা-মাতার যেকোনো একজনের আধার কার্ড থাকলেই হবে।
•এখন জেনে নেয়া যাক কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
* প্রথমত, https://uidai.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আধার রেজিস্ট্রেশন লিংক এ ক্লিক করতে হবে।
* তারপর সেখানে প্রদত্ত ফর্ম টি ডাউনলোড করে শিশুর নাম মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে পূরণ করতে হবে।
* তারপর আপনাকে আধার কেন্দ্রের অ্যাপোয়েন্টমেন্ট বুক করতে হবে।
* তারপর অ্যাপোয়েন্টমেন্ট পাওয়ার পর নির্ধারিত আধার সেন্টার এ প্রয়োজনীয় সমস্ত নথি পত্র নিয়ে যেতে হবে।