Skip to content

বিশ্বের সবচেয়ে সুন্দর ও সস্তা দেশ, যেখানে একবার গেলে আর ফিরে আসতে চাইবে না মন

ভ্রমণ করতে কে না ভালোবাসে! সে দেশ হোক অথবা বিদেশ, ভ্রমণ প্রেমি প্রায় সকল মানুষই হয়ে থাকে। কিন্তু ভ্রমনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় খরচা। অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে অনেকেই পছন্দের জায়গা ঘুরতে যেতে পারেন না। মধ্যবিত্ত ভ্রমণ প্রেমী মানুষ অথবা বাঙালিদের বিদেশে ভ্রমণ করতে যাওয়ার ইচ্ছে থাকলেও বাজেট ঠিক হয়ে ওঠে না। বাজেট ছাড়াও ভিসা,পাসপোর্ট, বিমানের টিকিট, হোটেল বুকিং কিংবা স্থান বিশেষে পর্যটন সংস্থার বুকিং-এর ঝামেলাও রয়েছে। এমন পরিস্থিতিতে সেই সব জায়গায় ভ্রমনের ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা বাস্তবে পূরণ হয়ে ওঠে না।

কিন্তু আজ আমরা আপনাদের এমন কয়েকটি দেশের কথা জানাবো যে দেশগুলিতে আপনি অনায়াসে আপনার বাজেটের মধ্যেই ঘুরে আসতে পারেন। এইসব দেশগুলিতে ভারতীয় টাকার মূল্য অনেক বেশি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমন কয়েকটি দেশ রয়েছে যেখানে সেই দেশের টাকার মূল্য ভারতীয় টাকার থেকে অনেক কম। তাহলে আজই সেই সমস্ত দেশগুলিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলুন। আসুন সেই সমস্ত দেশ গুলির একটি তালিকা ও বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

Columbia

• কলম্বিয়া(Columbia)।

ভারতের এক টাকা কলম্বিয়া দেশের 49.62 কলম্বিয়ান পেসো এর সমান। তাহলে আপনি বুঝতেই পারছেন আপনি যদি ভারতীয় মূল্যে 10 হাজার টাকা কলম্বিয়াতে নিয়ে যান তাহলে সেই দেশে ওই টাকার মূল্য হবে প্রায় 50,000 কলম্বিয়ান পেসো এর সমান। দক্ষিণ আমেরিকার এই জায়গাটি পরিবেশ অত্যন্ত মনোরম। এখানে গেলে আপনি আমাজনের জঙ্গল সাফারি ও করতে পারবেন। এছাড়াও সৈকত ভ্রমণ এবং পাথরের ইমারতে তৈরি শহরের রাস্তা দিয়ে হেঁটে বেড়ানোর একটি আলাদা অনুভূতি পাবেন। এখানে রেস্তোরা বা হোটেলের কোন সমস্যা হবে না। কলম্বিয়া দেশের রাজধানী বোগোটা-তে পেয়ে যাবেন অনেক রেস্তোরাঁ, সালসা ক্লাব এবং বিলাসবহুল হোটেল। স্নোরকেলিং বা সালসা নাচে পা মিলিয়ে অনেক আনন্দ উপভোগ করতে পারেন।

Vietnam

• ভিয়েতনাম(Vietnam)।

বিশ্ব তথা এশিয়ার সুন্দরতম স্থান গুলির মধ্যে একটি হলো ভিয়েতনাম। অসাধারণ মনোরম পরিবেশে ভ্রমণ করার অভিজ্ঞতাই আলাদা। বৌদ্ধ প্যাগোডা দর্শন, বিস্তীর্ণ ধানের ক্ষেত, নদীতে কায়াকিং করতে একটা অন্যরকম অনুভূতি পাবেন। চারিদিকে ফরাসি উপনিবেশের স্থাপত্যের নিদর্শন দেখতে পাবেন। এছাড়াও এখানে দর্শনীয় স্থান গুলির মধ্যে ভাসমান বাজার,চুনাপাথরের দ্বীপ, ওয়ার মিউজিয়াম উল্লেখযোগ্য। এখনকার খাবারের স্বাদ অতুলনীয়। খুব কম খরচে আপনি ভিয়েতনাম ঘোরার প্ল্যান করতে পারেন। ভারতীয় এক টাকা এর মূল্য 326.87 ভিয়েতনামী ডং এর সমান। তাহলে বুঝতেই কত কম খরচে আপনারা এই দেশ ভ্রমণ করতে পারবেন।

Paraguay

• প্যারাগুয়ে(Paraguay)।

ভিয়েতনামের মতো একটি অতি মনোরম রাষ্ট্র হল প্যারাগুয়ে। ফুটবল খেলার অনুরাগী এই দেশ। প্রাচীন এবং আধুনিক সভ্যতা ও সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন খুঁজে পাবেন প্যারাগুয়ের রাজধানী আসানসিয়ন তে। এখানে সকাল বেলায় পর্যটকরা বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করেন এবং সন্ধ্যেবেলায় জমকপূর্ণ বারগুলিতে সময় কাটান। এখনকার সংস্কৃতি ও ইতিহাস যদি ভালোভাবে পর্যবেক্ষণ করতে চান তাহলে আপনাকে জেস্যুট মিশনটি দেখতেই হবে। এছাড়াও পারানা নদীর সমুদ্র সৈকত এর সৌন্দর্য আপনাকে আপ্লুত করে তুলবে। ভারতীয় এক টাকার মূল্য প্যারাগুয়ে তে 95.20 গুয়ারানি বা প্যারাগুয়ের মুদ্রার সমতুল্য।

Indonesia

• ইন্দোনেশিয়া(Indonesia)।

হানিমুন কাপলদের জন্য সাজেস্টেড স্থান গুলির মধ্যে একটি হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া মানেই সেখানকার রাজধানী বালি। অনেকেই মজার ছলে বলেন যে বালির পর্যটন সাজানোই হয়েছে হানিমুন কাপলদের কথা মাথায় রেখে। বালির উলুওয়াতু উবুদ, বেশ জনপ্রিয় স্থান। এখনকার সৌন্দর্য দেখে আপনি অভিভূত হয়ে যাবেন। প্রাকৃতিক সৌন্দর্যের কয়েকটি দর্শনীয় স্থানগুলো মাউন্ট বাতুর, ক্যাঙ্গু বিচ, একাধিক মন্দির, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জাদুঘর। এখানে আপনি জাভা ও সুমাত্রা তেও ঘুরতে পারেন। এখানকার বিখ্যাত পাডাং পাডাং বিচে প্রতি শনিবার নাইট পার্টির আয়োজন করা হয়। ভারতীয় এক টাকার মূল্য ইন্দোনেশিয়াতে 193.43 রুপিয়া এর সমান। ইন্দোনেশিয়ার টাকাকেও ভারতের মতো রুপিয়া বলে।

Combodia

• কম্বোডিয়া(Cambodia)।

প্রতিবছর বহু ভারতীয় পর্যটক কম্বোডিয়া বেড়াতে যান, এর বেশ কিছু কারণ রয়েছে। কম্বোডিয়ার মুদ্রার মূল্য ভারতীয় মুদ্রা থেকে অনেক কম। কম্বোডিয়ার মুদ্রার নাম কম্বোডিয়ান রিয়েল। ভারতের এক টাকা 57.34 কম্বোডিয়ান রিয়েল এর সমান। অর্থাৎ বুঝতেই পারছেন খুব কম খরচে আপনি কম্বোডিয়া ভ্রমণ করতে পারবেন। এছাড়াও বড় বড় মন্দির এবং ইমারতে ভরা কম্বোডিয়া দেশটি তে ভারতীয় পর্যটকদের বিশেষ আকৃষ্ট করে। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দেখার মত। এছাড়াও বিশেষ কয়েকটি দর্শনীয় স্থান হলো জাতীয় জাদুঘর, রয়্যাল প্যালেস, বিখ্যাত হ্রদ টোনলে স্যাপ ইত্যাদি। এছাড়াও এখানকার দ্বীপ ও সমুদ্র সৈকত দেখার মত এবং এখনকার খাবারও খুব সুস্বাদু।

Uzbekistan

• উজবেকিস্তান(Uzbekistan)।

মধ্য এশিয়ার আকর্ষণীয় স্থান গুলির মধ্যে উজবেকিস্তান উল্লেখযোগ্য। ইসলাম ধর্ম ভিত্তিক মানুষদের ভ্রমণের একটি শ্রেষ্ঠ জায়গা হল উজবেকিস্তান। মাদ্রাসা, মসজিদ এবং ইসলামি শিল্পকলার নিদর্শন রয়েছে চারিদিকে। এছাড়াও ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি শ্রেষ্ঠ জায়গা কারন তারা দেখতে পাবেন ঐতিহাসিক রেশম পথ, মোজাইকের সমাধি, ঐতিহাসিক বাজার এবং পাবলিক স্কোয়্যার। এছাড়াও কেনাকাটার একটি বিশেষ স্থান উজবেকিস্তান। এখানে আপনি খুব কম টাকায় স্থানীয় জিনিসপত্র, মসলা সহ অনেক জিনিস কিনতে পারেন। এই দেশে ভ্রমণের জন্য আপনার বেশি খরচ হবেনা কারন ভারতীয় এক টাকা 144.16 উজবেকিস্তানি মুদ্রা এর সমান।

Share