Skip to content

ব্যাঙ্ক ডুবলেও যাবে না গ্রাহকদের টাকা বড় ঘোষণা মোদী সরকারের, জানুন বিস্তারিত

ব্যাঙ্ক গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিল কেন্দ্রীয় সরকার। পূর্বে কোন কারণে ব্যাংক ডুবে গেলে ব্যাংকের গ্রাহকরা নিজ টাকার ওপর অধিকার হারিয়ে ফেলত। কিন্তু এবার থেকে ব্যাংক ডুবে গেলেও ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পেয়ে যাবে। এমনটিই ঘোষণা করলেন দিল্লির একটি ব্যাংক অনুষ্ঠান থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে দেশের 98 শতাংশ মানুষ উপকৃত হবেন।

Narandra Modi

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই সম্বন্ধে কি কি বললেন আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক।

• এখন থেকে ব্যাংক ডুবে গেলে গ্রাহকরা 90 দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবে।

• দেশের উন্নতিতে ব্যাংক গুলি বিশেষ ভূমিকা পালন করে। এবং ব্যাংক গুলির প্রধান সম্পদ হলো তার গ্রাহক। তাই গ্রাহক দেখে সন্তুষ্ট রাখা আমাদের কর্তব্য। তাই গ্রাহকদের সঞ্চিত টাকা সুরক্ষিত রাখা একান্ত প্রয়োজন।

• ব্যাঙ্কগুলি দেশের আর্থিক উন্নতির প্রতীক। গত কয়েক বছর ধরে দেশের ছোট ব্যাঙ্কগুলিকে বড় ব্যাংক গুলির সাথে মিলিয়ে দেওয়ার কাজ চলছে। এর ফলে ছোট ব্যাঙ্কগুলি স্বাবলম্বী হবে।

Modi

• কো-অপারেটিভ ব্যাংক গুলোর জন্য নতুন মন্ত্রক তৈরি করা হয়েছে। এতে কো-অপারেটিভ ব্যাংক গুলি শক্তিশালী হবে।

• আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বহুবার ভারত সরকারকে অনুরোধ করেছিলাম যে ব্যাংক দেউলিয়া হলে যেন গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু ভারত সরকার কোন মতেই টাকা ফেরত দেওয়ার সর্বোচ্চ সীমা এক লক্ষের উপর বাড়ায়নি।

 

প্রথমে পঞ্চাশ হাজার টাকা গ্রাহকরা ফিরে পেত পরে তা বাড়িয়ে সর্বোচ্চ 1 লাখ করা হয়েছিল। কিন্তু ভারত সরকার আমার কথা মেনে নেয়নি। কিন্তু এই কাজ সাধারণ মানুষ করে দিল। আমাকে প্রধানমন্ত্রীর পদে বসালো এবং আমি সেই কাজ করে দিলাম। এখন সেই এক লক্ষ টাকার সর্বোচ্চ সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো।

Share