বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে উদ্যোগপতি সকলে নিজেদের আসল আয় লুকোতে এবং কর (Tax) ফাঁকি দেওয়ার জন্য কালোধন (black money) সঞ্চয় করে রাখে। ভারত এই কালোধন (Black Money) এর বিরুদ্ধে বহুদিন থেকে লড়াই চালাচ্ছে। এবার ভারত সাফল্য পেল। ভারতের মজুত কালোধন বিষয়ে সুইজারল্যান্ড সরকার এর সঙ্গে করা এক চুক্তি এর মাধ্যমে এই কর্মসূচির সূচনার আদান-প্রদান অনুযায়ী সুইস সরকার ভারতীয় নাগরিকদের Swiss bank corporation এর মধ্যে মজুত অ্যাকাউন্ট এর তৃতীয় তালিকা ভারত সরকারের হাতে তুলে দিয়েছে।
সুইজার ল্যান্ড এর সরকার জানিয়েছে যে, মোট 96 টি দেশের সাথে 33 লক্ষ গ্রাহকদের এক তালিকা সেই সমস্ত দেশের সরকারের এর মধ্যে শেয়ার করে দেওয়া হয়েছে। ভারত ও সেই 96 টি দেশের তালিকার মধ্যে রয়েছে। যাদের সাথে সুইজারল্যান্ড সরকার এই চলতি বছর বিশ্ব মানদণ্ডের কাঠামোর তৈরির জন্য প্রত্যেক দেশের আর্থিক হিসাবের তথ্য প্রদান করে। 2020 এর অক্টোবর মাসে সুইস সরকার 86 টি দেশের সাথে 31 লক্ষ ব্যক্তির অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য শেয়ার করেছিল। আর গত সালে সেপ্টেম্বর মাসে সুইজারল্যান্ড সরকার ভারত দেশ এর সাথে আরো কয়েক 75 টি দেশের সাথে এই তথ্য শেয়ার করা হয়েছিল।
2021 সালের 11 অক্টোবর Federal Tax Authority (FTA) জানায় এই যে, এই বছরে আরও দশটি দেশ এর সাথে কিছু অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আদান-প্রদান করা হয়েছে। দশটি দেশের নাম হল আজারবাইজান, অ্যান্টিগুয়া, ভানাতু, ঘানা, লেবানন, মাকাউ, পাকিস্তান, ডোমেনিকা, সমোয়া এবং কাতার। তবে এখনো Federal Tax Authority (FTA) সকল 96 টি দেশের নাম প্রকাশ্যে আনেনি।
সরকারি আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ভারত পরপর তৃতীয় বছর এর জন্য সুইস ব্যাংকের তরফ থেকে কিছু সূচনা পেয়েছে ও সে সকল তথ্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করে সেই অ্যাকাউন্ট গুলোর সম্পর্কে সম্পূর্ণ বিবরণ সুইস আর্থিক প্রতিষ্ঠানে বিপুল সংখ্যার কিছু ব্যক্তি এর সঙ্গে ও কিছু কোম্পানির অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত রয়েছে। তাছাড়া এমন 26 টি দেশ ও রয়েছে যারা নিজেদের আর্থিক তথ্য সুইজারল্যান্ডে সরকার সাথে শেয়ার করেছে।
তাও সুইস ব্যাংক তাঁদের কোনও প্রকারের একাউন্ট সম্পর্কে কোনো রকমের তথ্য প্রদান করেনি। সুইজারল্যান্ড সরকার জানিয়ে রেখেছে যে ডেটা সিকিউরিটি প্রদান করার জন্য 17 টি দেশের সাথে তাদের আর্থিক তথ্য শেয়ার করবে না।